‘বিজনেস টাইম’ পর্ব- ৪০
প্রতিবেদন || ফয়সল আব্দুল্লাহ
সম্পাদনা || শাহানশাহ রাসেল
· ১৫ তম এয়ার শো ২৮৫৬ কোটি ইউয়ানের চুক্তি স্বাক্ষর
সম্প্রতি চীনের কুয়াংতোং প্রদেশের জুহাইয়ে পর্দা নেমেছে ১৫তম এয়ার শোর। এবারের চীন আন্তর্জাতিক বিমান চলাচল এবং মহাকাশ প্রদর্শনীতে ২৮৫৬ কোটি ইউয়ানের চুক্তি স্বাক্ষরিত হয় আর ১ হাজার ১৯৫টি বিভিন্ন মডেলের বিমান লেনদেন করা হয়।
এই আসরে অংশ নিয়েছে ৪৭টি দেশের এক হাজার ২২টি প্রতিষ্ঠান। হাই এন্ড, অ্যাডভান্সড ও কাটিং এজ সমরাস্ত্র ও সাঁজোয়া যান দেখা গেছে প্রদর্শনীতে। এছাড়া চীনের নতুন স্টিলথ ফাইটার জেট ও জে-থার্টি ফাইভ যুদ্ধবিমানও ছিল এই আয়োজনে।
--
প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী