বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৪০

CMGPublished: 2024-11-22 14:40:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ডেভেলপমেন্ট ব্যাংক জানিয়েছে, অক্টোবরের শেষ নাগাদ লাতিন আমেরিকার ২১টি দেশে ২৫০টিরও বেশি প্রকল্পের জন্য ১৬০ বিলিয়ন ডলার অর্থায়ন সহায়তা প্রদান করেছে, যা লাতিন আমেরিকার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

ব্যাংকটি জানিয়েছে, প্রকল্পগুলো মূলত লাতিন আমেরিকার অবকাঠামো, জ্বালানি, খনিজ, উৎপাদন, বিদ্যুৎ ও টেলিযোগাযোগের মতো ক্ষেত্রগুলোয় চীন ও এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্যবহারিক সহযোগিতার সম্পর্ক ব্যাপকভাবে উন্নত করেছে।

চীনের অন্যতম তেল উৎপাদক চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন গত আগস্টে ঘোষণা করেছিল, এটি ব্রাজিলের মেরো তেলক্ষেত্র থেকে ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের বাণিজ্যের জন্য একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। এর মাধ্যমেই প্রথমবারের মতো কোনো চীনা কোম্পানি ব্রাজিলীয় সরকারের তেলের নিলামে জয়লাভ করে।

এই তেলক্ষেত্রের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্রাজিলীয় প্রতিষ্ঠান প্রি-সাল পেত্রোলিও এসএ বা পিপিএসএ ব্রাজিল সরকারের পক্ষ থেকে উৎপাদন ভাগাভাগি চুক্তির পরিচালনা এবং উৎপাদিত তেল ও গ্যাসের বাণিজ্যিকীকরণ করবে।

চীনের শুল্ক প্রশাসনের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের সঙ্গে লাতিন আমেরিকার বৈদেশিক বাণিজ্য মূল্য আগের বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৬ শতাংশ বেড়ে ২ দশমিক ৭৯ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে।

নির্মাণ যন্ত্রপাতি, যাত্রীবাহী যানবাহন, সোলার সেল, ট্রেন, নির্মাণ সামগ্রী, উৎপাদন সরঞ্জাম, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, গার্মেন্টস ও গৃহস্থালি যন্ত্রপাতি ছিল লাতিন আমেরিকার দেশগুলিতে চীনের প্রধান রপ্তানি পণ্য।

অন্যদিকে, লাতিন আমেরিকা থেকে চীনে এসেছে নানা ধরনের ধাতু, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, শস্য, যাত্রীবাহী বিমান, ইস্পাত, রাসায়নিক, কাঠ, কফি, ফল, মাংস এবং জলজ পণ্য।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn