বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৪০

CMGPublished: 2024-11-22 14:40:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

Ø চীনে রেকর্ড পরিমাণে বেড়েছে বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ

Ø চীনা বিনিয়োগের উর্বর ভূমি লাতিন আমেরিকা

Ø ১৫ তম এয়ার শো ২৮৫৬ কোটি ইউয়ানের চুক্তি স্বাক্ষর

· চীনে রেকর্ড পরিমাণে বেড়েছে বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ

সম্প্রতি চীনে বিদেশী প্রতিষ্ঠানের বিনিয়োগ রেকর্ড পরিমাণে বেড়েছে। খোল নালচে বদলেছে দেশটির শেয়ার বাজার।

টানা ২৯ দিন ধরে পুঁজিবাজারে দিনে এক ট্রিলিয়ন ইউয়ান বা ১৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগ আসছে বিভিন্ন দেশ থেকে। ২০১৫ সালের পর, একটানা এত বিনিয়োগ আর দেখেনি বেইজিং। হঠাৎ কেন এত বাড়লো বিদেশি বিনিয়োগ?

এবার জানা যাক আকাশ-সমান সাফল্যের গল্পটা। গেলো সেপ্টেম্বরের শেষে চীন সরকারের নেয়া কিছু পদক্ষেপই বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে দেশটির শেয়ার বাজারে। বেশকিছুদিন থেকেই সম্প্রসারণমূলক রাজস্ব ও আর্থিক নীতির বেশকিছু ধারাবাহিক পরিবর্তন করেছে দেশটির সরকার।

ইউবিএস এর চায়না গ্লোবাল মার্কেটের প্রধান ফাং তোংমিং এর মতে, চীনা সরকারের দূরদর্শী অর্থনৈতিক নীতিই আকর্ষণ করছে বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে।

চায়না গ্লোবাল মার্কেটের প্রধান ফাং তোংমিং বলেন,

‘এখন অর্থনীতির ওপর ফোকাস করার সামগ্রিক নীতিতে পরিবর্তন এসেছে। চীনের দিকে মনোযোগ দেয়া এবং এখানে বিনিয়োগ বাড়ানোই বর্তমানে একটি নতুন ট্রেন্ড। ইউবিএস এবং আমাদের গ্রাহকদের জন্য এই সুযোগটি কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ।’

চীনের এই অর্থনীতি নিয়ে অনেক বিদেশি প্রতিষ্ঠানই প্রকাশ করেছে গবেষণা প্রতিবেদন। চীনের বাজার সম্পর্কে আশাবাদ প্রকাশ করেছে তারা।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn