বাংলা

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’

CMGPublished: 2024-03-08 16:11:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ ছাড়া শেষ তিন মাসে হোটেল বুকিং থেকে আয় হয়েছে ৩৯০ কোটি ইউয়ান। যা আগের বছরের তুলনায় প্রায় ১৩২ শতাংশ বেশি। ২০২৩ সালে এ খাত থেকে আয় হয়েছে প্রায় ১৭ দশমিক ২৬ বিলিয়ন ইউয়ান।

কম্পানিটি আরও জানিয়েছে, ২০২৩ সালের শেষ তিন মাসে তাদের পরিবহন টিকিট বুকিং থেকে আয় হয়েছে ৪১১ কোটি ইউয়ান। এটি আগের আগের বছরের একই সময়ের তুলনায় ৮৬ শতাংশ বেশি।

এ ছাড়া গেল বছরের শেষ তিন মাসে প্রতিষ্ঠানটির পর্যটন ও ছুটি সংক্রান্ত ব্যবসা থেকে আয় হয়েছে ৭০ কোটি ৪০ লাখ ইউয়ান। যা আগের বছরের চেয়ে তিন গুণেরও বেশি। এ খাত থেকে ২০২৩ সালে পুরো বছরে আয় ছিল ৩১৪ কোটি ইউয়ান। এটিও আগের বছরের চেয়ে তিন গুণ বেশি।

একই বছর কম্পানিটির আউটবাউন্ড হোটেল এবং ফ্লাইট বুকিং ২০১৯ সালের তুলনায় ৮০ শতাংশের বেশি বেড়েছে। অনলাইন এজেন্সিটি ২০২৩ সালে পণ্য গবেষণা ও উন্নয়নে ১২ দশমিক ১ বিলিয়ন ইউয়ান ব্যয় করেছে, যা আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বেশি।

ট্রিপ ডটকম গ্রুপের বোর্ডের চেয়ারম্যান লিয়াং চিয়ানচাং জানান, পর্যটন শিল্পের উত্থান এবং বাজার সম্প্রসারিত হওয়ায় তাদের আন্তর্জাতিক ব্যবসাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রতিষ্ঠানটি বিশ্বায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনের ওপর গুরুত্ব দিচ্ছে এবং ২০২৩ সালের অভিজ্ঞতার আলোকে আরও সমানের দিকে এগিয়ে যেতে চায়।

।। প্রতিবেদন: শুভ আনোয়ার

।। সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ

ভিন দেশে চীন:

সম্প্রতি জেনেভায় হয়ে গেল আন্তর্জাতিক মোটর শো। বৈদ্যুতিক গাড়িই ছিল ওই প্রদর্শনীর মূল আকর্ষণ। আর সেই প্রদর্শনীর হাত ধরে গত সপ্তাহেই চীনের গাড়ি নির্মাতা সিয়াওপেং মোটরসের সঙ্গে চুক্তিতে সই করেছে জার্মানির ভক্সওয়াগন। মূলত বৈদ্যুতিক গাড়ি তৈরিতে দুটো প্রতিষ্ঠান যেন একে অপরকে নানা ধরনের প্রযুক্তিগত সহযোগিতা করতে পারে, সে লক্ষ্যেই করা হলো এ চুক্তি।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn