চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’
গতবছর চীনের বৈদ্যুতিক যানগুলোকে ইউরোপের বাজারের জন্য হুমকি বিবেচনা করে ভর্তুকি বিষয়ক তদন্তের একটি বিতর্কিত ঘোষণা দিয়েছিলেন ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়ান। ইউরোপজুড়ে ব্যাপক সমালোচিত হয় উরসুলার ওই সিদ্ধান্ত। তার ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল জার্মান অ্যাসোসিয়েশন অফ দ্য অটোমোটিভ ইন্ডাস্ট্রি।
এ সাপেক্ষে বিশেষজ্ঞরা বলছেন, একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার চেয়ে ইউরোপ ও চীনের উচিত গাড়ি নির্মাতাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিকে সাদরে গ্রহণ করা এবং গবেষণা ও উন্নয়নে প্রাযুক্তিক জ্ঞান আদান-প্রদান করা। বৈদ্যুতিক গাড়ির লাখ লাখ ক্রেতার চাহিদার কথা ভেবেই এমনটা করা উচিত বলে মত দেন তারা।
।। প্রতিবেদন: ফয়সল আবদুল্লাহ
।। সম্পাদনা: শাহানশাহ রাসেল
প্রযোজনা ও উপস্থাপনা- শাহানশাহ রাসেল
অডিও সম্পাদনা- নাজমুল হক রাইয়ান
স্ক্রিপ্ট সম্পাদনা- ফয়সল আবদুল্লাহ
সার্বিক তত্ত্বাবধান- ইউ কুয়াং ইউয়ে আনন্দী