চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’
চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।
এই পর্বে থাকছে:
১. বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে চীন কিভাবে ভূমিকা রাখতে পারে
২. চীনে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ট্রাভেল এজেন্সি
৩. বৈদ্যুতিক গাড়িশিল্পের মোড় ঘোরাবে চীন-ইউরোপ অংশীদারত্ব
বিশ্লেষণ পর্ব:
সারা বছরের কর্মপ্রতিবেদন এবং বিগত বছরের অর্জনগুলোর পর্যালোচনা নিয়ে চীনে অনুষ্ঠিত হচ্ছে দুই অধিবেশন। চীনের উন্নয়ন প্রক্রিয়ায় দুই অধিবেশন মাইল ফলক হিসেবে চিহ্নিত। ইতিমধ্যে চীন দারিদ্রকে জয় করে মধ্যম মানের স্বচ্ছল সমাজে পরিণত হয়েছে। তাই চীন বাংলাদেশের জন্য হতে পারে রোল মডেল। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে চীন যেভাবে ভূমিকা রাখতে পারে তা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এবং গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের চেয়ারপার্সন অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি পাঁচটি বিষয়কে ইঙ্গিত করেছেন: ১. শিল্পায়নের বহুমুখীকরণ ও প্রতিযোগিতার সক্ষমতা ২. যোগাযোগ ব্যবস্থা ৩. কৃষি প্রযুক্তি ও সুনীল অর্থনীতি ৪. দারিদ্র দূরীকরণে পরিকল্পনা কৌশল ৫. বৈশ্বিক জলবায়ু ও জীববৈচিত্র্য
কর্পোরেট প্রোফাইল:
২০২৩ সালে চীনের অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ ডটকম প্রায় ১০ বিলিয়ন ইউয়ান নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের চেয়ে ছয় গুণেরও বেশি। সম্প্রতি কম্পানিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ট্রিপ ডটকমের আর্থিক তথ্যে দেখা গেছে, ২০২৩ সালের শেষ তিন মাসে তাদের নিট রাজস্ব ১০ দশমিক ৩৪ বিলিয়ন ইউয়ান এবং পুরো বছরে ৪৪ দশমিক ৫৬ বিলিয়ন ইউয়ান পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় যথাক্রমে ১০৫ ও ১২২ শতাংশ বেড়েছে।