‘চলতি বাণিজ্য’পর্ব ৪৩
লিউ ছি, এয়ারট্রাফিক কন্ট্রোলার, ইছৌ হুয়াহু এয়ারপোর্ট
“রানওয়ের কার্যক্রমে গতি আনার সব পদক্ষেপ আমরা নিয়েছি। দিনের বেলা সাধারণত যাত্রী পরিবহনের কাজ করা হয় তাই আমরা একটা রানওয়ে ব্যবহার করি। আর রাতের বেলা দুটি রানওয়েই ব্যবহার করা হয় যেন কার্গোবিমানগুলো আরও সহজেই ওঠানামা করতে পারে।“
এদিকে, চীনা কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন দেশের সঙ্গে পণ্য পরিবহন সুবিধার জন্য এখন পর্যন্ত চীন থেকে হামবুর্গ ও ডুইসবুর্গসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে মোট ১০৪টি আন্তর্জাতিক রুটে ট্রেন পরিচালনা করা হয়েছে। বিশেষ করে চীন-ইউরোপ মালবাহী ট্রেনের মাধ্যমে ইউরোপের ১৩টি দেশে এই মালামাল পরিবহন করা হয়েছে।
ছাও কুওচুন, পরিচালক, পোস্টাল উন্নয়ন গবেষণা কেন্দ্র, বেইজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস