বাংলা

‘চলতি বাণিজ্য’পর্ব ৪৩

CMGPublished: 2023-11-10 18:09:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বাণিজ্যের ৪৩তম পর্বে থাকছে:

১. আন্তর্জাতিক বাণিজ্যে শক্ত অবস্থানে চীনের কুরিয়ার খাত

২. চীনের বাজারে ব্যাপক জনপ্রিয় দুবাইয়ের উটের দুধ

৩. বাংলাদেশে চীনের তৈরি টানেল: কৃষি ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান

আন্তর্জাতিক বাণিজ্যে শক্ত অবস্থানে চীনের কুরিয়ার খাত

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: আন্তর্জাতিক বাণিজ্যে জায়গা করে নিয়েছে চীনের কুরিয়ার খাত। চলতি বছর চীনের কুরিয়ার সেবাখাতের ব্যবসার ব্যাপক প্রসার ঘটেছে। বিশেষ করে চীনের মূল ভূ-খণ্ড, হংকং, ম্যাকাও ও তাইওয়ানের পাশপাশি বিভিন্ন দেশে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাইজেশন ও প্রযুক্তির ব্যবহার আর বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার ফলে এ খাত আরও সমৃদ্ধ হচ্ছে।

দেশ-বিদেশে পণ্য পরিবহনের জন্য এক বিশেষ ব্যবস্থা গড়ে তুলেছে চীন। এই ব্যবস্থার অংশ হিসেবে কেবল মালামাল পরিবহনের জন্যই তৈরি করা হয়েছে কার্গো বিমান পরিবহনের ৭টি আলাদা রুট। এসব রুমের মাধ্যে চীন থেকে খুব সহজে, কম সময়ে দক্ষিণ এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে মালামাল পরিবহন করা যায়।

অন্যদিকে ট্রেনযোগে মালামাল পরিবহনের জন্য তৈরি করা হয়েছে এক বিশেষ পোস্টাল প্যাকেজ। এর মাধ্যমে চীন থেকে মালামাল পৌছে যায় রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত। সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বের ২শ’ দেশের সঙ্গে এই পোস্টাল সরবরাহ সেবা গড়ে উঠেছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ৬ মাসে চীনের পোস্টাল এক্সপ্রেস শিল্পে যুক্ত হয়েছে অন্তত ১০টি আন্তর্জাতিক মালামাল পরিবহনের রুট। এসব রুটে এরইমধ্যে পণ্য পরিবহনের কার্গো ফ্লাইট চলাচলও শুরু করেছে।

বিশেষ করে কেবল কার্গো বিমান চালনার জন্য মধ্য চীনের হুপেই প্রদেশের ইছৌ শহরে গড়ে তোলা হয়েছে বিশেষায়িত বিমানবন্দর। এটি এশিয়ার প্রথম কার্গো-ভিত্তিক বিমানবন্দর। চালুর পর চলতি বছরের আগস্ট পর্যন্ত ১৫ হাজার টন পণ্য পরিবহন করা সম্ভব হয়েছে এই বন্দর ব্যবহার করে। সংশ্লিষ্টরা বলছেন, এই বিমানবন্দর থেকে ইউরোপের দেশ জার্মানির ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট পর্যন্ত ১০০টন পণ্য পরিবহন করতে সময় লাগে মাত্র ১০ ঘণ্টা।

1234...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn