বাংলা

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান ‘চলতি বাণিজ্য’ ৩৬তম পর্ব

CMGPublished: 2023-09-22 10:00:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ভা্সি মিনিস্টার লি ফেই জানান, বিদেশি বিনিয়োগ বাড়াতে উভয় পক্ষের মধ্যে বিদ্যমান সব প্রতিবন্ধকতা দূর করতে চায় চীন।

লি ফেই, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার

“চীন-আসিয়ান মুক্তি বাণিজ্য অঞ্চল কার্যকর ও জোরদার করতে আসিয়ানের সঙ্গে কাজ করতে চায় চীন। এ ব্যাপারে আগেভাগেই আমরা একটি সমঝোতায় পৌঁছতে চাই। আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব বা আরসিইপি বাস্তবায়ন করা, নতুন সদস্য নেওয়াসহ অন্যান্য যাবতীয় কাজ যতো দ্রুত সম্ভব বাস্তবায়ন করবো। একইসঙ্গে সত্যিকারের বহুপক্ষবাদ চর্চা করা ও আঞ্চলিক সহযোগিতা আরও উন্মুক্ত করার ব্যাপারে কাজ করতে চাই।“

আসিয়ানের সঙ্গে ভৌগলিক কৌশলগত সহযোগিতা জোরদার করা এবং চীনের সামনে আসিয়ান দেশগুলোকে সম্পৃক্ত করে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করার পরিকল্পনা করছে। এরমধ্যে আছে ভিয়েতনাম-চীন স্মার্ট বন্দর নির্মাণ, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে খাদ্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা এবং নানিংয়ে একটি আন্তর্জাতিক বাণিজ্য কোর্ট স্থাপন করা।

এর আগে ২০০৪ সালে অনুষ্ঠিত হয় চীন-আসিয়ান প্রথম এক্সপো। ২০২২ সালেও টানা ২৩ বছরের মতো চীনের শীর্ষ বাণিজ্য অংশীদার হিসেবে জায়গা দখল করে আছে আসিয়ান।

ভিনদেশে চীন:

মালয়েশিয়ার গাড়িশিল্প: ইলেক্ট্রিক রূপান্তরের কারিগর চীন

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: জীবাশ্ম জ্বালানী থেকে পরিবেশবান্ধব জ্বালানীতে ফিরতে শুরু করেছে মালয়েশিয়া। এই কার্যক্রমের অংশ হিসেবে গাড়ি তৈরি শিল্পে রূপান্তর ঘটাচ্ছে এই দেশ। বিশাল এই কার্যক্রমের চালিকা শক্তি হয়ে পাশে দাঁড়িয়েছে চীন।

চীনের বিদ্যুৎচালিত গাড়ি তৈরির অন্যতম প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটর –জিডাব্লিউএম এ বিষয়ে কাজ করছে মালয়েশিয়ায়। জিডাব্লিউএমের তৈরি করা অত্যাধুনিক বিদ্যুৎচালিত গাড়ি ‘ওরা গুড ক্যাট’ এখন বেশ জনপ্রিয় মালয়েশিয়ায়। চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকজন গ্রাহক এ গাড়িটি অর্ডার করলে দ্রুত তাদের হাতে পৌঁছে দেওয়া হয় গাড়িটি।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn