বাংলা

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান ‘চলতি বাণিজ্য’ ৩৬তম পর্ব

CMGPublished: 2023-09-22 10:00:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বাণিজ্যের ৩৬তম পর্বে থাকছে:

১. চীন-আসিয়ান নতুন উন্মুকরণের পথে হাঁটছে চীন

২. প্রযুক্তি ও উদ্ভাবনের জোরে চীনা বাজারে ফেরার চেষ্টা স্যামসাংয়ের

৩. মালয়েশিয়ার গাড়িশিল্প: ইলেক্ট্রিক রূপান্তরের কারিগর চীন

চীন-আসিয়ান নতুন উন্মুকরণের পথে হাঁটছে চীন

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: আসিয়ান দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে নতুন করে উন্মুক্তকরণের পথে হাঁটছে চীন। এরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে হয়েছে গেল চীন-আসিয়ান এক্সপো ও বিজসেন লিডার্স ফোরাম। নানিং শহরে অনুষ্ঠিত এই এক্সপোতে অংশ নেয় আসিয়ানের সদস্যভুক্ত দেশগুলোর অন্তত ২ হাজার ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী নেতারা। এক্সপোতে চীন ও আসিয়াদের দেশগুলোর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নানা খাতে ৬৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি পরিমাণ অর্থের বিনিয়োগ চুক্তি সাক্ষরিত হয়।

চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নানিংয়ে সম্প্রতি হয়ে গেল চীন-আসিয়ান এক্সপো। কমপক্ষে ২ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই এক্সপোতে অংশ নেয়।

চীনের বাজারে আসিয়ান দেশগুলোর ব্যবসা প্রতিষ্ঠানের কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে এই প্ল্যাটফর্ম। এবারের এক্সপোর বিশেষত্ব হলো, প্রথমবারের মতো এক্সপোতে চীন-আসিয়ান বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে ২০ বছরের অর্জনগুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি এখানে চীন-আসিয়ান শিল্প পার্ক ও চায়না পাইলট ফ্রি ট্রেড জোনের নানা কার্যক্রমও এখানে তুলে ধরা হয়।

চীন-আসিয়ান এক্সপোতে বিপুল সংখ্যক দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি সাক্ষরিত হয়েছে। এক্সপোর আয়োজকরা জানায়, এই এক্সপোতে মোট ৪৮৭ দশমিক ৩ বিলিয়ন ইউয়ানের বাণিজ্যিক চুক্তি হয়েছে। এসব চুক্তিতে অংশ নিয়েছে বিভিন্ন দেশের অন্তত ৪৭০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ চুক্তি হয়েছে ম্যানুফ্যাকচারিং খাতে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn