চলতি বাণিজ্যের ২৯তম পর্বে
ছোংছিংয়ের ব্ল্যাকভ্যালি পর্যটন স্থানে শনিবার রাতে বসে গানের আসর। ২৯ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত চারটি সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে।
গ্রীষ্মের ছুটিতে বিভিন্ন ঐতিহাসিক স্থানে পর্যটকরা যাচ্ছেন। স্কুলের সামার ভ্যাকেশনের সুযোগে শিশুদের নিয়ে বিভিন্ন ঐতিহাসিক স্থান পর্যটনে যাচ্ছেন শিক্ষকরা। অন্যান্য সংগঠনও এভাবে গ্রুপ টুরের আয়োজন করেছে। বেইজিংয়ের থিয়েনথানসহ বিভিন্ন স্থানে যাচ্ছেন পর্যটকরা। অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যও আকর্ষণ করছে পর্যটকদের।
কালচারাল টুরিজম জনপ্রিয় হওয়ার কারণে আনুষাঙ্গিক সকল শিল্পই বিকশিত হচ্ছে। হোমস্টে, হোটেলগুলো যেমন ভরে উঠছে, তেমনি জমে উঠছে নাইট মার্কেট, রেস্টুরেন্ট ইত্যাদিও। স্থানীয় পর্যটন বৃদ্ধি গ্রামীণ পুনরুজ্জীবনেও সহায়ক ভূমিকা রাখছে।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: সাজিদ রাজু
ভিনদেশে চীন
সারা বিশ্বে চীনা অর্থনীতির প্রতিনিধি আরএমবি আরও শক্তিশালী
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: সারা বিশ্বে চীনের প্রতিনিধি হয়ে দাপিয়ে বেড়াচ্ছে চীনা মুদ্রা রেনমিনবি বা আরএমবি’। বিশেষ করে এর মাধ্যমে ক্রমেই বাড়ছে আন্তর্জাতিক লেনদেন। ফলে চীনের বাইরে অন্যান্য দেশগুলোতেও ব্যবহার করার সুযোগ মিলছে চীনা মুদ্রা আরএমবি’র।
পরিসংখ্যান বলছে, বৈদেশিক লেনদেনে আরএমবি ব্যবহারের হার আগের বছরের তুলনায় ২০২২ সালে ১৮ শতাংশ বেড়েছে। আর্থিকখাত সংশ্লিষ্টরা বলছেন, শক্তিশালী নীতি কাঠামো ও বাজারের চাহিদা বাড়ার কারণেই এটা সম্ভব হয়েছে।
বহুদিন ধরেই চেষ্টা চলছে বৈদেশিক লেনদেনে সরাসরি চীনা মুদ্রা আরএমবি ব্যবহারের জন্য। ছোট ছোট নানা উদ্যোগ ও প্রচেষ্টার ফলে বর্তমানে ধীরে ধীরে বাড়ছে আরএমবি ব্যবহারের হার।