চলতি বাণিজ্যের ২৯তম পর্বে
প্রতিষ্ঠানটির প্রকাশ করা এক প্রতিবেদনে দেখা যায়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে গেল বছর কোকা-কোলার বাজার ১ শতাংশ পর্যন্ত কমে যায়। বিশেষ করে ভারত ও ভিয়েতনামে কোকো-কোলার বাজার কিছুটা চাঙ্গা হলেও চীনের বাজারে চাহিদা কিছুটা কমে যায়।
চীনের খাদ্য ও পানীয় খাতের বিশ্লেষক ছু তানপেং কোকা-কোলার বিনিয়োগ ও বাজারজাতকরণ নীতি বিশ্লেষন করেছে বলেছেন, চলতি বছর কোকা-কোলা চীনের বাজারে প্রায় ঘুরে দাঁড়িয়েছে এবং গেল বছরের যে মন্দাভাব সেটা কেবলই ক্ষণস্থায়ী।
তিনি বলেন, বিশ্বব্যাপী কোকা-কোলার বাণিজ্য ৭ শতাংশ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলারে। এসব বাণিজ্য থেকে কোকাকোলার ব্যবসায়ীক লাভ হয়েছে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
এদিকে ডিজিটাল মাধ্যমে চীনের ক্রেতাদের কাছাকাছি আসতে অনলাইনে প্রচারণা বাড়িয়েছে কোকা-কোলা। বিশেষ করে আলিবাবা ও জেডি’র মতো প্ল্যাটফর্ম ব্যবহার পণ্যের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে।