বাংলা

চলতি বাণিজ্যের ২৯তম পর্বে

CMGPublished: 2023-08-04 20:42:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

”এবার আমি তালিয়ান এসেছি মূলত আমার ছেলেকে টাইগার বিচ ওশান পার্ক দেখাতে এবং সৈকতে কিছুটা আনন্দ করতে। আমরা এমন স্থানে এসেছি যেখানে সাগরের বাতাস প্রশান্তি নিয়ে আসে।”

পর্যটকদের কারণে স্থানীয় ক্যাটারিং শিল্প, হোটেল এবং অন্যান্য ব্যবসাও চাঙা হয়ে উঠেছে। জমে উঠেছে স্থানীয় ফুড মার্কেটগুলো।

চীনে এখন ভরা গ্রীষ্ম। এইসময় সাগরসৈকতে পর্যটকদের ভিড় জমেছে। থিমপার্কগুলোতে যাচ্ছেন পর্যটকরা।

শাংরি লা তালিয়ান হোটেলের ডিরেক্টর অব মারকেটিং অ্যান্ড কমিউনিকেশন ওয়াং তানসিয়া জানান, হোটেলগুলোতে এখন ব্যবসা মৌসুম তুঙ্গে।

”বর্তমানে হোটেলে গড়ে ৯০ শতাংশই প্রতিদিন ভরে যাচ্ছে। গতবছরের এই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেশি ব্যবসা হচ্ছে।”

পর্যটন ব্যবসার কারণে এয়ারপোর্ট, ট্রেন ও বাসস্টেশনগুলোও ব্যস্ত হয়ে পড়েছে। পরিবহন ব্যবসাও চাঙা হয়েছে।

দক্ষিণ পশ্চিম চীনের ছোংছিং মহানগরীতে পর্যটকরা আসছেন। এখন ফুলের বাগান ও পার্কগুলোতে বিভিন্ন রঙের ফুলের সমারোহ। ফুলের বাগানের চমৎকার দৃশ্য ক্যামেরায় ধরে রাখতে পর্যটকদের আগ্রহের সীমা নেই।

এক নারী পর্যটক বলছেন, “এই ফুলগুলো তৃণভূমিতে দারুণ সুন্দর দৃশ্যের সৃষ্টি করেছে। এই দৃশ্য যেমন সুন্দর তেমন স্বপ্নময়।”

চীনে এখন সাংস্কৃতিক পর্যটনও দারুণ জনপ্রিয়। মিউজিক কনসার্টগুলোতে যাচ্ছে দর্শক।

首页上一页12345...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn