বাংলা

চলতি বাণিজ্যের ২৯তম পর্বে

CMGPublished: 2023-08-04 20:42:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বাণিজ্যের ২৯তম পর্বে থাকছে:

১. চীনা অর্থনীতির অন্যতম প্রাণশক্তি পর্যটন

২. সারা বিশ্বে চীনা অর্থনীতির প্রতিনিধি আরএমবি আরও শক্তিশালী

৩. চীনা বাজারে অপ্রতিদ্বন্দ্বী হতে চায় মার্কিন দুই চেইন কোম্পানি স্টারবাক্স ও কোকাকোলা

চীনা অর্থনীতির অন্যতম প্রাণশক্তি পর্যটন

চীন আন্তর্জাতিক বেতার: চীনে এখন ভরা গ্রীষ্ম। এই গরমে একটু শীতলতার সন্ধানে পর্যটকরা যাচ্ছেন সমুদ্রতীরের শহরে এবং পাহাড়ি পর্যটনস্পটগুলোতে। পর্যটনের কারণে স্থানীয় অর্থনীতিও চাঙা হচ্ছে। পাশাপাশি সাংস্কৃতিক পর্যটনকে এখন চীনে দারুণ গুরুত্ব দেয়া হচ্ছে। সবমিলিয়ে পর্যটন শিল্পের রমরমা অবস্থা অর্থনীতির বিকাশে সাহায্য করছে।

টাইগার বিচ। পর্যটকরা আসছেন সমুদ্রতীরে একটু আনন্দে সময় কাটানোর আশায়। উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের বিখ্যাত পর্যটন শহর তালিয়ান সিটি। উপকুলবর্তী এই শহরে গ্রীষ্মমৌসুমে ভিড় করছেন পর্যটকরা।

চীনে এখন গ্রীষ্মের ছুটি চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। গ্রীষ্মেরদাবদাহে অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটি কাটাতে যাচ্ছেন সমুদ্রতীরের শহরগুলোতে। বোহাই সাগরের তীরে তালিয়ান সিটি একটি বিখ্যাত পর্যটন শহর। এখানকার টাইগার বিচ ওশেন পার্কে প্রতিদিন ২০ হাজার পর্যটক আসেন।

পর্যটক

1234...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn