‘চলতি বাণিজ্য’-পূর্ব ২৫
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ইতিহাস ও ঐতিহ্যের সিনচিয়াংকে পর্যটকদের কাছে তুলে ধরতে কাজ করছেন তারা।
ইয়ান নাইমিন, উপপরিচালক, সিনচিয়াং আঞ্চলিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ
“আমাদের ডিজাইন ও পরিবেশনা আরও সুন্দর করতে আমরা আরও পরিশ্রম করে যাবো। বিশেষ করে উন্নত মানের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এখানকার পর্যটনকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে চাই।“
এর বাইরেও সিনচিয়াংয়ের প্রাকৃতিক পরিবেশ ও যে দিকে চোখ যায় উন্মুক্ত নিঃসীম নীল আকাশ যেন জাদুকরী অনুভূতি দেয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, প্রতি বছর মধ্য জুনে সিনচিয়াং ঘুরে দেখার সবচেয়ে ভালো সময়।