বাংলা

‘চলতি বাণিজ্য’-পূর্ব ২৫

CMGPublished: 2023-07-07 16:58:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান

‘চলতি বাণিজ্য’

চলতি বাণিজ্যের ২৫তম পর্বে থাকছে:

১. সিনচিয়াংয়ের অর্থনীতি ও পর্যটনের বিকাশে চীনের নানা উদ্যোগ

২. দারিদ্র্য বিমোচনে নেপালকে সহযোগিতা দেবে চীন

৩. চীনের বাজারে আরও বিনিয়োগ নিয়ে আসছে ফরাসী কোম্পানি সুয়েজ

সিনচিয়াংয়ের অর্থনীতি ও পর্যটনের বিকাশে চীনের নানা উদ্যোগ

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: পর্যটনখাত চাঙ্গা করতে ও অর্থনৈতিক কার্যক্রম আরও বাড়াতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াং। বিশেষ করে হাজার বছরের প্রাচীন নগরী কাশগড়, সেখানকার ঐতিহ্যবাহী শিল্প ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলোকে পর্যটকদের উপযোগী করে খুলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে পর্যটনখাতের ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে নানা রকম সুবিধাসহ নীতি সহায়তা ঘোষণা করেছে স্থানীয় সরকার কর্তৃপক্ষ।

হাজার বছরের প্রাচীন সংস্কৃতি ও সভ্যতার কারণে সারা বিশ্বের মানুষের কাছে এমনিতেই আকর্ষণীয় চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্ত্বশাসিত অঞ্চল সিনচিয়াং। তাইতো যে কোন উৎসব উপলক্ষ্যে চীনের অভ্যন্তরীণ ও দেশের বাইরের পর্যটকদের ভিড় জমে এখানে।

সিনচিয়াংয়ের কাঁদামাটির শিল্প পর্যটকদের কাছে তৈরি করেছে এক বিশেষ আকর্ষণ। এটি সিনচিয়াংয়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত। হাতে তৈরি বিভিন্ন ডিজাইন ও আকারের মাটির তৈজসপত্রের সৌন্দর্য ও কারুকাজ কাছে টানছে শিল্পপ্রেমীদের। বাহারি নকশা আর রংয়ের কারুকাজ যেন মন ছুয়ে দেয়।

উ ইং, পর্যটক

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn