চলতি বাণিজ্যের ১৩ম পর্ব
“নতুনভাবে যে অনশোর বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট আছে, আমাদের বিশ্বাস এখান থেকে চলতি বছর ৬০ থেকে ৭০ গিগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত হবে। পুরো আপস্ট্রিম ইন্ডাস্ট্রির সরবরাহ সক্ষমতা গেল বছরের তুলনায় ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে।“
পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ২৮ গিগাওয়াটে। এর পরিমাণ গেল বছরের তুলনায় ১১২ শতাংশ বেশি।
ভিনদেশে চীন:
মিশরে সৌদি-চীন যৌথ উদ্যোগে বাস সংযোজন কারখানা স্থাপন
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীন ও সৌদি আরবের কোম্পানি যৌথভাবে মিশরে নির্মাণ করেছে বাস সংযোজন কারখানা। এরইমধ্যে কারখানায় শুরু হয়েছে উৎপাদন।
মিশরের নিউ সুয়েজ সিটিতে কারখানাটি যৌথভাবে তৈরি করেছে সৌদি কোম্পানি এটিএম মিসোর ও চীনা বাস নির্মাণকারী প্রতিষ্ঠান কিংলং। কোম্পানিটি বলছে, প্রথম ধাপের উৎপাদন কাজ শেষে শিগগিরই এখান থেকে পাওয়া যাবে বেশ কিছু যাত্রীবাহী বাস।
বাস সংযোজন কারখানাটি নির্মাণ করতে ১ বিলিয়ন মিশরীয় পাউন্ড বা ৩ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে সৌদি কোম্পানি এটিএম মিসোর। আর পুরো পক্রিয়ায় প্রযুক্তিগত সহযোগিতা ও অন্যান্য যন্ত্রাংশ সরবরাহ করবে চীনা কোম্পানি কিংলং।
সম্প্রতি এই শহরে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সৌদি আরবের কোম্পানি এটিএম মিসোর এর চেয়ারম্যান হামেদ আল মুতাবাগানি বলেন, বর্তমানে কারখানাটিতে বছরে ৫শ’ বাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পুরো কারখানাটি নির্মাণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার বর্গ মিটার জায়গাজুড়ে। এখানে উন্নত উৎপাদন লাইন, ওয়ারহাউজ ও মান যাচাইকরণ সুবিধা আছে।
কোম্পানি দুটির চুক্তি অনুযায়ী, উৎপাদনের পর প্রথমেই ৫১টি বাস সরবরাহ করা হবে সৌদি ভিত্তিক ডিলার ন্যাশনাল ট্রেড কোম্পানিকে। এই ৫১টি বাসের ২৬টিতেই ব্যবহার করা হবে চীনা কোম্পানি কিংলংয়ের সরবরাহ করা যন্ত্রাংশ।
হামেদ আল মুতাবাগানি বলেন, বাস সংযোজনের ক্ষেত্রে ব্যবহার করা হবে স্থানীয়ভাবে উৎপাদন করা ৬০ শতাংশ যন্ত্রাংশ। এই প্রকল্প মিশরের গাড়ি তৈরির শিল্পকে সমৃদ্ধ করবে বলেও জানান তিনি। তিনি বিশ্বাস করেন, এখানে উৎপাদন করা গাড়িগুলো উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করতে পারবে।