চলতি বাণিজ্যের ১৩ম পর্ব
চলতি বাণিজ্যের ১৩ম পর্বে থাকছে:
১. দেশ বিদেশে চাহিদা বাড়ছে চীনা উইন্ড টার্বাইনের
২. মিশরে সৌদি-চীন যৌথ উদ্যোগে বাস সংযোজন কারখানা স্থাপন
৩. চীনে নতুন প্ল্যান্ট চালু করছে জার্মান কেমিকেল জায়ান্ট বিএএসএফ
দেশ বিদেশে চাহিদা বাড়ছে চীনা উইন্ড টার্বাইনের
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীন ও চীনের বাইরে বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের উইন্ড টার্বাইনের চাহিদা। এই চাহিদা পূরণে এগিয়ে এসেছে বেশ কয়েকটি টার্বাইন উৎপাদন কোম্পানি। বিশেষ করে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের উইন্ড টার্বাইন উৎপাদনকারী কোম্পানিগুলোর ব্যস্ততা বেড়েছে চোখে পড়ার মতো।
একদিকে দেশের ভেতরে চাহিদা বেড়েছে, অন্যদিকে দেশের বাইরে থেকে আসছে একের পর এক ক্রয়াদেশ। এই দুইয়ে মিলে রমরমা চীনের বায়ু বিদ্যুৎ উৎপাদনের উইন্ড টার্বাইন শিল্পের কার্যক্রম।
বিশেষ করে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের উইন্ড টার্বাইন উৎপাদনের কারখানায় কর্মচঞ্চলতা চোখে পড়ার মতো। উইন্ড টার্বাইন ম্যানুফ্যাকচারিং কোম্পানির এই কর্মকর্তা চি চুন বলছেন, সক্ষমতার সর্বোচ্চটা কাজে লাগানোর চেষ্টা করছেন তারা।
চি চুন, উপ-প্রধান, ব্যবসায় বিভাগ, উইন্ড টার্বাইন ম্যানুফ্যাকচারিং কোম্পানি