বাংলা

ইউয়ানে এলএনজি আমদানি করলো চীন

CMGPublished: 2023-03-31 21:06:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ভিনদেশে চীন:

চীনে আঞ্চলিক হেডকোয়ার্টার্স স্থাপন করলো তেল-গ্যাস কোম্পানি শ্লামবার্গার

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনে ব্যবসায়ীক কার্যক্রমে গতি ফেরায় নতুন উদ্যোগে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের কাজ করছে বিদেশি বিনিয়োগে গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো। এরই একটি তেল ও গ্যাস অনুসন্ধান ও সেবাদানকারী প্রতিষ্ঠান শ্লামবার্গার অয়েলফিল্ড ইকুইপমেন্টস (সাংহাই) কোম্পানি লিমিটেড। সম্প্রতি পূর্ব চীনের সাংহাই শহরে স্থাপন করা হয়েছে কোম্পানিটির আঞ্চলিক প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার্স।

বিশ্বখ্যাত তেলগ্যাস অনুসন্ধান ও এ সম্পর্কিত সেবাদানকারী বহুজাতিক কোম্পানি শ্লামবার্গার। জনবহুল চীনের বাজার ধরতে এবার রীতিমত আঞ্চলিক প্রধান কার্যালয় খুলে বসেছে চীনে। এরআগে ২০০৫ সালে চীনের সাংহাইয়ের ছিংপোউ শিল্প পার্কে অফিস খোলে কোম্পানিটি। সে সময় কোম্পানিটির নিবন্ধনকৃত মূলধনের পরিমাণ ছিলো ৬০ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার। কার্যক্রম শুরুর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রতি বছরই বাড়তে শুরু করে ব্যবসায়ীক কার্যক্রম আর ব্যবসার পরিধি।

এক পর্যায়ে ছিংপুর সমন্বিত বনডেড এলাকায় বিদেশী অর্থায়নের এই কোম্পানিটি আঞ্চলিক সদর দফতর খোলার কার্যক্রম শুরু করে। নানা দাফতরিক কার্যক্রম শেষে এবার সফলভাবে শুরু হয় আঞ্চলিক সদর দফতরের নিয়মিত কার্যক্রম।

ব্যবসায়ীক নানা জটিলতা সামলাতে এক পর্যায়ে উদ্ভাবনমূলক এক অফিস ব্যবস্থাপনা চালু করে শ্লামবার্গার। স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে ভ্যাট পরিশোধকারী মর্যাদার কোম্পানি হিসেবে নিবন্ধন নেয় এটি। গঠন করে ক্যামেরন সিস্টেম সাংহাই কোম্পানি লিমিটেড। শ্লামবার্গারের সাংহাই অফিসের মহা-ব্যবস্থাপক সু ছিইউ জানান, এই পদক্ষেপের ফলে বছরে অন্তত ৫ শতাংশ পর্যন্ত পরিচালন ব্যয় কমেছে।

গেল কয়েক বছরে নানাভাবে ব্যবসায়ীক কার্যক্রম বেড়েছে কোম্পানিটির। বিশেষ করে আগের বছরের তুলনায় গেল ২০২২ সালে আমদানি-রফতানি কার্যক্রমের প্রবৃদ্ধি হয়েছে অন্তত ৫১ শতাংশ। কোম্পানিটি বলছে, ব্যবসায়ীক কার্যক্রমের প্রবৃদ্ধিকে সামনে রেখে চলতি বছরের মধ্যে আরও ২ থেকে ৩টি উৎপাদন লাইন চালু করা এবং নতুন একটি কারখানা স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

চীনা কর্তৃপক্ষ বলছে, সাংহাই শহরের মোট আদায় করা করের এক তৃতীয়াংশই আসে বিদেশি বিনিয়োগে পরিচালনা করা প্রায় ৬০ হাজার কোম্পানির মাধ্যমে। এই করের পরিমাণ শহরটির মোট জিডিপি’র এক চতুর্থাংশ। পাশাপাশি পরিসংখ্যানে দেখানো হয়, এই আয় শহরটির মোট বৈদেশিক লেনদেনের ৩ ভাগের ২ভাগ।

কোম্পানি প্রোফাইল:

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn