বাংলা

ইউয়ানে এলএনজি আমদানি করলো চীন

CMGPublished: 2023-03-31 21:06:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কঙ্গোতে আধুনিক সড়ক নির্মাণ করছে চীন

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ৩৬৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনের দুটি কোম্পানির গঠন করা কনসোর্টিয়াম। বিনিয়োগের অর্থ ব্যয় করা হবে কঙ্গোর জাতীয় মহাসড়ত উন্নয়ন ও একটি বন্দরের আধুনিকীকরণের কাজে। প্রতিষ্ঠানটি বলছে, একইসঙ্গ প্রকল্পের কাজ শেষে তা পরিচালনার কাজও করবে তারা। আমার তৈরি করা প্রতিবেদন জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ।

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গোতে সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে কাজ করছে চীনা কোম্পানি। বিশেষ করে চীনের কয়েকটি কোম্পানি যৌথভাবে এই দেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

কঙ্গোতে সড়ক যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ করতে এমন উদ্যোগ নিয়েছে চীনের কয়েকটি কোম্পানি।

চীন সরকারের ভর্তুকি প্রতিষ্ঠান চাইনিজ লজিস্টিকস ফার্ম চিয়াও ইন্টারন্যাশনাল লজিস্টিক্স কোম্পানি লিমিটেড বা সংক্ষেপে চিয়াও ইন্টারন্যাশনাল এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। চিয়াও ইন্টারন্যাশনালের সঙ্গে বিনিয়োগে অংশ নেবে আরেক ভর্তুকি নির্ভর বৃহত্তম খনি শিল্প প্রতিষ্ঠান সিচিন মাইনিং গ্রুপ কোম্পানি লিমিটেড।

কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়, কঙ্গোর কাম্বুলুলু-দিলোলো মহাসড়ক এবং দিলোলো বন্দর আধুনিকীকরণ প্রকল্পের কাজ করবে তারা। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৩৬৩ মিলিয়ন মার্কিন ডলার।

চিয়াও ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়, এসব সড়ক ও মহাসড়ক নির্মাণ, বন্দরের আধুনিকীকরণ এবং একইসঙ্গে পরিচালনাও করবে তারা।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn