বাংলা

ইউয়ানে এলএনজি আমদানি করলো চীন

CMGPublished: 2023-03-31 21:06:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান

‘চলতি বাণিজ্য’

চলতি বাণিজ্যের ১১ম পর্বে থাকছে:

১. ইউয়ানে এলএনজি আমদানি করলো চীন

২. চীনে আঞ্চলিক হেডকোয়ার্টার্স স্থাপন করলো তেল-গ্যাস কোম্পানি শ্লামবার্গার

৩. কঙ্গোতে আধুনিক সড়ক নির্মাণ করছে চীন

ইউয়ানে এলএনজি আমদানি করলো চীন

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: এই প্রথমবারের মতো ইউয়ানের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করেছে চীন। এরইমধ্যে এলএনজি’র প্রথম চালান সংযুক্ত আরব আমিরাত থেকে চীনে এসে পৌঁছেছে। এদিকে, এদিকে উত্তর চীনের হেবেই প্রদেশের হেচিয়ান কাউন্টিকে স্থাপন করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রথম অনশোর মেমব্রেন স্টোরেজ ট্যাংক থেকে নাগরিকদের জন্য সরবরাহ শুরু হয়েছে।

পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের ইয়ানচেং শহর। এখানকার বন্দরে নামানো হয় সুদূর সংযুক্ত আরব আমিরাত থেকে নিয়ে আসা প্রাকৃতিক গ্যাস বা এলএনজি। এই বন্দরে আছে এলএনজি খালাস করার সব রকমের সুযোগ সুবিধা। সম্প্রতি দেখা যায়, আমদানি করা এলএসজি খালাসের নানা রকম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমে রাত-দিন কাজ করছেন কর্মীরা।

এই প্রথমবারের মতো জ্বালানীখাতে ইউয়ানের মাধ্যমে গ্যাস আমদানি করলো চীন। আমদানি করা এসব এলএনজি পৌঁছে যায় পূর্ব চীনেরই আরেক প্রদেশ শানতোংয়ের তোংইং শহর। এখানেই গড়ে তোলা হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সংরক্ষণাগার।

চীনা কর্তৃপক্ষ জানায়, চীনের সবচেয়ে তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন –সিএনওওসি’ এই ক্রয় কার্যক্রম সম্পন্ন করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এলএনজি কেনা হয়েছে টোটাল এনার্জিস এর কাছ থেকে।

এলএনজি আমদানির এই বাণিজ্যিক কার্যক্রমটি সম্পন্ন হয় সাংহাই পেট্রোলিয়াম ও ন্যাচরাল গ্যাস এক্সচেঞ্জের মাধ্যমে। আর এই এলএনজি’র উৎস দেশ সংযুক্ত আরব আমিরাত। প্রতিষ্ঠানটি আরো জানায়, আমদানি করা এলএনজির মোট পরিমাণ ৬৫ হাজার টন।

তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে ইউয়ানের মাধ্যমে এটাই প্রথম বাণিজ্য। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানী আমদানিতে এটি একটি মাইলফলক এবং একইসঙ্গে বিরাট অগ্রগতি।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn