বাংলা

মেড ইন চায়না : পর্ব-২১: ছুইওয়ান ও কার্ড খেলা

CMGPublished: 2024-10-19 19:00:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ষোড়শ শতকের দিকে মিং রাজবংশের সময়কার লেখক সিয়ে চাওচ্য তার বইতে লিখেছেন, ১১১২ সালে সোং সম্রাট হুইচোংয়ের দরবারে প্রথমবারের মতো কেউ একজন প্রথম চারকোনা টুকরো ধাতব খেলার কার্ড নিয়ে আসেন। তখন থেকে টানা কয়েকশ বছরে ওই কার্ডের তৈরি নানা খেলার উদ্ভব ঘটে।

চীনা ভাষায় কার্ড জাতীয় এ ধরনের খেলাকে বলে পাই। এর মাঝে প্রাচীনতম খেলাটি হলো কু-পাই। যাকে ইংরেজিতে বলে ডোমিনো। বারো শতকের দিকে সোং সম্রাট সিয়াচোংয়ের শাসনামলে চীনের পথেঘাটেও বিক্রি হতো ডোমিনো খেলার টাইল বা ধাতব কার্ড।

এবার প্রাচীন চীনে ডোমিনো বা কার্ড খেলা নিয়ে কিছু তথ্য শোনা যাক

· ডোমিনো খেলার অনেকগুলো ধরন আছে। একেক দেশে একেকভাবে খেলা হলেও সেসব মূলত চীনা ডোমিনো বা পাই কৌয়েরই ভিন্ন ভিন্ন সংস্করণ।

· প্রাচীন চীনে ডোমিনো খেলার কার্ড বানানো হতো কাঠ দিয়ে। কিছু কার্ড বানাতে ব্যবহার করা হতো পশুর হাড়।

· চীনের জনপ্রিয় খেলা মাহচংয়ের উৎপত্তি কু-পাই বা ডোমিনোর হাত ধরে। মাহচং খেলার কিছু কার্ড সরাসরি ডোমিনো থেকেই নেওয়া হয়েছে।

· চীনা ডোমিনো খেলায় ৩২টি টাইল বা কার্ড থাকে। পশ্চিমের খেলায় টাইলের সংখ্যা সাধারণত ২৮টি হয়। চীন থেকে ইউরোপে প্রথম প্লেইং কার্ড নিয়ে যান বিশ্বখ্যাত পরিব্রাজক মার্কো পোলো।

এরপর কেটে যায় আরও কিছু দিন। পঞ্চদশ শতকে উদ্ভব ঘটে নতুন আরেকটি কার্ড গেইম। যাকে আমরা বলি তাস খেলা। নবম শতকের দিকে ‘শাং’ রাজবংশের প্রথম রাজা থাং সম্রাটের রাজত্বকালে অভিজাত শ্রেণির চীনা নারীরা তাস খেলে সময় কাটাতেন। তখন খেলার কার্ড হিসেবে পয়সা ও এক ধরনের ধাতব প্লেট ব্যবহার করা হতো। পরে সিল্ক রোডের ব্যবসায়ীদের হাত ধরে চীন থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের নানা দেশে ছড়িয়ে পড়ে এই খেলা।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn