বাংলা

মেড ইন চায়না : পর্ব-২১: ছুইওয়ান ও কার্ড খেলা

CMGPublished: 2024-10-19 19:00:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হাজার বছর আগের কাগজ, চা এবং নুডলস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন, কিংবা নতুন জ্বালানির গাড়ি। সুপ্রাচীনকাল থেকেই বিশ্বসভ্যতা এগিয়ে চলেছে চীনের শক্তিশালী আবিষ্কারের হাত ধরে। নানা সময়ে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন। আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না।

মেড ইন চায়নার ২১তম পর্বে সাথে আছি আমি ফয়সল আবদুল্লাহ...আজকের পর্বে থাকছে চীনের আবিষ্কার গলফের আদিপুরুষ ছুইওয়ান এবং কার্ড খেলার কথা।

প্রথমেই আমরা শুনবো চীনের আবিষ্কার ছুইওয়ান খেলার কথা। এ খেলা খেলতে চাই দুটো জিনিস। একটি বল ও সেটাকে আঘাত করার জন্য একটা লাঠি। এরপর কাজটা হলো লাঠি দিয়ে আঘাত করে বলটাকে ফেলা চাই একটা গর্তে। সুতরাং বুঝতেই পারছেন, ছুইওয়ানের সঙ্গে মিল আছে আধুনিক গলফ খেলার। তাই অনেকের মতে ছুইওয়ানই হলো গলফের আদিপুরুষ। আর এই ছুইওয়ান পুরোপুরি মেড ইন চায়না।

আজ থেকে প্রায় হাজার বছর আগের কথা। চীনে তখন সোং রাজবংশের শাসন চলছে।

ওই সময় ছিলেন ওয়েই তাই নামের এক বিখ্যাত চীনা ইতিহাসবিদ। তোংসুয়ান লু নামে তিনি একটি বই লেখেন। সেই বইতে বর্ণনা করা হয়েছে কী করে দক্ষিণের একজন কর্মকর্তা তার মেয়েকে শিখিয়েছেন মাটিতে গোল করে গর্ত খুঁড়ে তাতে বল ফেলে লক্ষ্যভেদ করতে হয়।

ওয়েই তাইয়ের লেখার কারণে খেলাটি তখন সোং রাজবংশে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

চীনের ছুইওয়ান সম্পর্কে জানার জন্য সর্বশেষ নথি ছিল ১৫ শতকের মিং রাজবংশের দুটি চিত্রকর্ম। শানসি প্রদেশের হোংতোংয়ে একটি ওয়াটার গড টেম্পলের দেওয়ালে ম্যুরাল পেইন্টিংয়ে ছুইওয়ান খেলার একটি রঙিন চিত্রকর্ম এখনও সংরক্ষিত রয়েছে। চীনের লানচৌ ইউনিভার্সিটির অধ্যাপক লিং হোংলিন বলেছেন, মধ্যযুগের শেষের দিকে মোঙ্গল পর্যটকরা এ খেলাটিকে ইউরোপ ও পরে স্কটল্যান্ডে নিয়ে গিয়েছিল। আর সেখান থেকেই উৎপত্তি হয় গলফ খেলার।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn