মেড ইন চায়না : পর্ব-২১: ছুইওয়ান ও কার্ড খেলা
কার্ড জাতীয় খেলাগুলো চীনেই কেন আবিষ্কার হলো? এর পেছনে আছে একটা বড় কারণ। আর তা হলো, চীনেই প্রথম আবিষ্কার হয় কাগজ এবং কাগজের তৈরি মুদ্রা। এ দুটো উপকরণকে বিনোদনের কাজে লাগানোর উপায় ভাবতে গিয়েই তৈরি হয় কার্ড খেলা।
আবার সোং রাজবংশের সময়কার বীর যোদ্ধা ইউয়ে ফেইকে নিয়েও প্রচলিত আছে একটা গল্প। ডোমিনো বা কার্ড খেলাকে জনপ্রিয় করতে তারও নাকি বেশ বড় ভূমিকা ছিল। যুদ্ধের সময় সৈন্যদের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হিসেবে তাদের ডোমিনো খেলতে উৎসাহ দিতেন ইউয়ে ফেই।
এই ফাঁকে বলে রাখা যায় যে, কাগজের মুদ্রা দিয়ে কার্ড খেলার সূত্র ধরে প্রাচীন চীনের কিছু কিছু অঞ্চলে দেখা দেয় জুয়ার প্রবণতা। আর মজার এ খেলাগুলোর এমন অপব্যবহার ঠেকাতে চতুর্দশ শতকের দিকেই মিং রাজবংশের প্রশাসন নিষিদ্ধ করে জুয়া খেলা।
গ্রন্থনা ও উপস্থাপনা: ফয়সল আবদুল্লাহ
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
কণ্ঠ: ফয়সল/মিম
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী