বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫৪

CMGPublished: 2024-02-03 18:28:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী/সম্পাদনা: মাহমুদ হাশিম।

২. মা হাইলুনের প্রেরণা উরুমছি

চীনের সাংস্কৃতিক মানচিত্রে সিনচিয়াংয়ের রাজধানী উরুমছির স্থান সবসময় গুরুত্বপূর্ণ। বহু আগে থেকেই এ শহরে বাস করে আসছেন চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের, বিশেষ করে এখনকার তরুণ প্রজন্মের এমন সম্প্রীতিময় সহাবস্থান বৈশিষ্ট্যময় করেছে উরুমছিকে।

এই শহরের প্রতিভাবান, উঠতি আলোকচিত্রি মা হাইলুন তার বৈশিষ্ট্যময় কাজের মাধ্যমে স্থানীয়দের নজর কেড়েছেন। উরুমছির সাংস্কৃতিক ঐতিহ্য, জীবনযাপন, বৈশিষ্ট্যময় ফ্যাশন স্টাইল নিজের আলোকচিত্রে তুলে ধরছেন মা।

কাজের সুবাদে তার জানাশোনা হয় ফরাসি আলোচিত্রি নিকো ডি রুজের সঙ্গে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএনের ডকুমেন্টারি সিরিজ ‘ওয়ার্ল্ডস আল্টিমেট ফ্রন্টিয়ারে’ নিকো অতিথি হয়েছেন মার চলমান বিশেষ প্রদর্শনী উরুকলিন প্রজেক্ট ও রুফটপ ফটোশ্যুটে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে ৮ বছর পড়াশোনা করে নিজ হোমটাউন উরুমছিতে ফিরে আসা মা, উরুমছি আর ব্রুকলিনের সাংস্কৃতিক মিলকে তুলে ধরতে দুটোর সমন্বয়ে তার উরুকলিন প্রজেক্ট নিয়ে কাজ করছেন। এর মধ্য দিয়ে আসলে তিনি সিনচিয়াংয়ের সমৃদ্ধ সংস্কৃতিকেই তুলে ধরছেন।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn