চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫৪
সিনচিয়াংয়ে বার্ষিক ঘোড়দৌড়
উত্তর-পশ্চিম অঞ্চলের সিনচিয়াংয়ে নববর্ষের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই শুরু হয়ে গেছে উদযাপন।
সিনচিয়াংয়ের উরুমছি শহরের তুষারময় থিয়াশান পর্বতমালার পাদদেশে একটি বার্ষিক ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কাজাক জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী রাইডিং দক্ষতা এবং কার্যকলাপ দর্শনার্থীদের ভীষণ মুগ্ধ করে।
আরেক অংশে দেখা গেল ছেলে জকিদের তাড়া করছে মেয়ে জকিরা। বৈচিত্র্যময় সংস্কৃতির এ মনোমুগ্ধকর উপস্থাপনে বিমোহিত হয়েছেন দর্শকরা। এতে অংশ নেন প্রায় শতাধিক স্থানীয় খামারি।
চীনের শহরগুলোতে সাংস্কৃতিক প্রাণোচ্ছ্বলতা
উৎসবের হাত ধরে চীন জুড়ে অনেক শহর দারুণ গতিতে ফিরে পেতে শুরু করেছে তাদের সংস্কৃতির প্রাণোচ্ছ্বলতা।
২০২৪ সালের শুরু থেকেই প্রদর্শনীর জন্য নিবন্ধন করেছে রেকর্ড সংখ্যক প্রদর্শনী এবং বাণিজ্যিক পারফরম্যান্স। সম্প্রতি বেইজিং মিউনিসিপ্যাল ব্যুরো অফ কালচার অ্যান্ড ট্যুরিজম জানাল এ তথ্য।
স্প্রিং ফেস্টিভ্যাল গালাকে ঘিরে সিএমজির সৃজনশীল পণ্য
স্প্রিং ফেস্টিভ্যাল গালা থিমকে ঘিরে কিছু সৃজনশীল পণ্য নিয়ে আসে সিএমজি। এই ব্র্যান্ডের অধীনে থাকা পণ্যগুলোর কপিরাইট সংক্রান্ত একটি পরিকল্পনাও ঘোষণা করেছে গ্রুপটি।
অনুষ্ঠানের মাস্কট "লুং ছেনছেন"কেও দেখেছেন অতিথিরা। ২০২৩ সাল থেকেই, সিএমজি এ ধরনের ব্র্যান্ড ও কপিরাইট বিষয়ক কার্যক্রম চালিয়ে আসছে।