বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫৪

CMGPublished: 2024-02-03 18:28:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. সংস্কৃতি সপ্তাহ

বসন্ত উৎসবের আমেজ চীনজুড়ে

দরজায় কড়া নাড়ছে বসন্ত উৎসব। এটি চীনের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের মধ্য দিয়েই শুরু হয় চীনা নববর্ষ। তাই চীনের চান্দ্র নববর্ষ আর বসন্ত উৎসব মিলেমিশে হয়ে যায় একাকার।

চীনা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এ বছরের ১০ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপিত হবে চীনজুড়ে। তাই সারা দেশে চলছে সাজ সাজ রব।

শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সবাই।

মধ্য চীনের হুবেই প্রদেশ, পূর্ব চীনের চেচিয়াং ও শানতুং, উত্তর চীনের শানসি, দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ, উত্তর-পশ্চিম চীনের কানসুসহ গোটা চীন ঝলমল করছে রঙিন কাগজ আর লণ্ঠনের সাজসজ্জায়।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn