চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫৪
এবারের বছরটা ড্রাগনবর্ষ। তাই ড্রাগনের প্রতিকৃতি শোভা পাচ্ছে বিভিন্ন স্থানে। নববর্ষের সাজসজ্জার উপকরণের পসরা বসেছে চীনের বিভিন্ন স্থানে।
ড্রোন লাইট শো’তে ‘মনোমুগ্ধকর হংকং’
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে দেখা গেল উড়ন্ত ড্রাগন, ফিনিক্স, উজ্জ্বল নিয়ন আলো এবং ভিক্টোরিয়া হারবারের আইকনিক স্কাইলাইন। সম্প্রতি ‘মনোমুগ্ধকর হংকং’ নামে অনুষ্ঠিত হয় ড্রোন লাইট শো’র এই ইভেন্ট।
প্রযুক্তি, সংস্কৃতি এবং শিল্পের সমন্বয়ে দুর্দান্ত এক ভিজ্যুয়াল কার্নিভাল উপভোগ করতে স্থানীয় বাসিন্দা এবং বিদেশি পর্যটকরা হংকংয়ের ওয়ানছাই হারবারফ্রন্টে জড়ো হন।
হাজার হাজার ড্রোন আকাশে উড়ে রাতের আকাশে তৈরি করেছে নানা অবয়ব। এক পর্যায়ে, ড্রোনগুলো সুচারুভাবে একত্র হয় ওশান পার্কে।