বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪৯

CMGPublished: 2023-12-30 17:06:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

লাইভ সম্প্রচার অনুষ্ঠান "মাই ভিলেজ গালা, মাই নিউ ইয়ার" সিএমজির মোবাইল প্ল্যাটফর্ম এবং জাতীয় পাবলিক কালচার ক্লাউড প্ল্যাটফর্মে আগামী বছরের ২ থেকে ৩ ফেব্রুয়ারি প্রিমিয়ার করা হবে বলে জানানো হয়। টানা তিন বছর ধরে ব্যাপক সাফল্যের সঙ্গে ভিলেজ গালার এই আয়োজন করে আসছে সিএমজি।

চীন-আসিয়ন চলচ্চিত্র সংস্কৃতি সপ্তাহ

দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী শহর নাননিংয়ে সম্প্রতি শেষ হলো চীন-আসিয়ান চলচ্চিত্র সংস্কৃতি সপ্তাহ ২০২৩। চীন এবং দশটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির লক্ষ্যে চার দিনব্যাপী এই ইভেন্টের আয়োজন করা হয়।

চীন এবং আসিয়ান দেশগুলোর চলচ্চিত্র নির্মাতা এবং আমন্ত্রিত অন্যান্য অতিথি এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজনের শেষ দিনে হংকংয়ের প্রখ্যাত পরিচালক স্ট্যানলি থং অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।

এই ইভেন্টে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনামের দশটি চলচ্চিত্রের পাশাপাশি চারটি চীনা চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এই বছর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ১০ম বার্ষিকীকে মাথায় রেখে কুয়াংসিচুয়াং প্রশাসন আসিয়ানভুক্ত প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ব্যক্তিকেন্দ্রিক এবং সাংস্কৃতিক বিনিময়ে অনন্য ভূমিকা পালন করেছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn