বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪৯

CMGPublished: 2023-12-30 17:06:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. সংস্কৃতি সপ্তাহ

সিএমজির ‘ভিলেজ গালা’ প্রদর্শনী

আসন্ন চীনা চান্দ্র নববর্ষকে স্বাগত জানাতে জাতীয় ‘ভিলেজ গালা’ প্রদর্শনী ২০২৪ এর কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং দেশের প্রধান সম্প্রচারকারী রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে ড্রাগন বছর উৎসবের অংশ হিসেবে এটি শুরু হয়।

আয়োজকরা জানান, "আনন্দময় গান এবং প্রচুর ফসলের সঙ্গে চান্দ্র নববর্ষ উদযাপন" এই থিমে ইভেন্টটি সারা দেশে গ্রামীণ অঞ্চলের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য সমন্বিত অনলাইন এবং অফলাইন কার্যক্রমের সংমিশ্রণ দেখাবে।

এবার দর্শক, শ্রোতারা লাইভ ব্রডকাস্ট গালাস, গ্রামীণ পণ্যের প্রচার এবং অনলাইন নতুন বছরের পেইন্টিং প্রদর্শনীর মতো মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করবে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn