চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪৩
১. সংস্কৃতি সপ্তাহ
সুচৌতে পঞ্চম চীন-ফরাসি সাংস্কৃতিক ফোরাম
পঞ্চম চীন-ফরাসি সাংস্কৃতিক ফোরাম ১৩ ও ১৪ নভেম্বর পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুচৌতে অনুষ্ঠিত হয়েছে। দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এ ফোরাম।
চীন ও ফ্রান্স আগামী বছর তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপন করবে। এ উপলক্ষ্যে দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব জোরদার করার জন্য এ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়।
চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান, ইউরোপ ও আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তিং চোং লি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং ভাষণ দেন।
‘চীন-ফ্রান্স বন্ধুত্বের নতুন যুগ, সাংস্কৃতিক যোগাযোগের নতুন সূচনা’- থিমে এ বছরের ফোরামটি বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে আলোচনা ও সংলাপের জন্য সুচৌতে চীন এবং ফ্রান্সের রাজনৈতিক, ব্যবসায়িক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আহ্বান করে। সাহিত্য, চলচ্চিত্র, পর্যটন, জাদুঘর, এবং সমসাময়িক শিল্প বিষয়ে তারা মতবিনিময় করেন।
প্রতিষ্ঠার পর থেকে, ফোরামটি ২০১৬ এবং ২০১৯ এর মধ্যে চীন এবং ফ্রান্স উভয় দেশেই বেইজিং, লিয়ন, সি’আন এবং নিসে সফলভাবে চারটি অনুষ্ঠানের আয়োজন করে। এটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সেক্টরে ব্যবহারিক সহযোগিতা সহজতর করার জন্য, মানুষে মানুষে সংযোগ বৃদ্ধিতে এবং পূর্ব ও পশ্চিমা সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রচারে একটি স্বতন্ত্র ভূমিকা পালন করেছে।