বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪২

CMGPublished: 2023-11-11 19:47:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অ্যানিমেটেড ফিচার "ছাং আন" সেরা অ্যানিমেশন পুরস্কার জিতে নেয়। এটি থাং রাজবংশের "অমর কবি" লি পাইয়ের গল্পগুলোকে চিত্রিত করে।

গোল্ডেন রোস্টার অ্যাওয়ার্ডস, একটি জাতীয় অনুষ্ঠান যা চায়না ফেডারেশন অব লিটারারি অ্যান্ড আর্ট সার্কেল এবং চায়না ফিল্ম অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে পরিচালিত হয়। এটি ১৯৮১ সালে চালু হয়।

গ্রিস ও ওআইসির সঙ্গে সিএমজির চুক্তি

সম্প্রতি চীন-গ্রিস সভ্যতা কেন্দ্র এবং আন্তর্জাতিক অলিম্পিক একাডেমির সঙ্গে দুটি সহযোগিতা-চুক্তি স্বাক্ষর করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।

গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সিএমজি’র সাথে অলিম্পিক একাডেমির সহযোগিতা গভীরতর করা এবং সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানান।

চীনের কেন্দ্রীয় উপপ্রচারমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং এ সময় বলেন, চীন-গ্রিস সভ্যতা কেন্দ্রের মাধ্যমে দু’টি শীর্ষ সভ্যতার সম্মিলিত উন্নয়ন বৃদ্ধি হচ্ছে। সিএমজি কেন্দ্রটির সঙ্গে মিডিয়া ও বিশেষজ্ঞের দৃষ্টিকোণ থেকে, দু’দেশের জনগণের আস্থা বৃদ্ধিতে কাজ করে যাবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে সভ্যতার শক্তি যোগাবে বলে জানান তিনি।

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী।

২. ক্যালিগ্রাফি-চিত্রকলার ‘চিয়াংসি স্টাইল’

চীনা ক্যালিগ্রাফি ও চিত্রকলার অনেক মাস্টার শিল্পীর জন্ম নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পূর্ব চীনের চিয়াংসি প্রদেশে।

হাজার বছর আগে থাং রাজবংশের সময়কালে এখানে জন্ম নেন চীনের প্রধান চারজন ল্যান্ডস্কেপ চিত্রশিল্পীর দু’জন তং ইউয়ান ও চু রেন।

ইন্ক পেইন্টিংয়ে পাখি ও ফুলের ছবি আঁকার উদ্ভাবক সু সি এবং ক্যালিগ্রাফি মাস্টার হুয়াং তিংচিয়ানসহ আরও অনেক খ্যাতিমান শিল্পী তাদের কাজের মধ্য দিয়ে চিয়াংশিকে গৌরবান্বিত করেছেন।

সপ্তদশ শতকের খ্যাতিমান চিত্রশিল্পী লু মু প্রতিষ্ঠা করেন চিয়াংসি পেইন্টিং স্কুল। তখনকার একদল শিল্পীর যৌথ প্রচেষ্টা প্রথাভেঙ্গে নতুন অঙ্কন রীতি প্রতিষ্ঠা করেন যা আজকের চিত্রকলার জগৎকে প্রভাবিত করছে ব্যাপকভাবে।

চিয়াংসি পেইন্টিং স্কুলের একটি উজ্জ্বল নাম চু তাও- যিনি বাতা সানরেন নামে সমধিক পরিচিত। বাতা সারেনের কাজ চিয়াংসির হাজার বছরের চিত্রকলাকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

বৃহৎ কোনো কিছুকে তুলির এক আঁচড়ে সীমিত পরিসরে প্রকাশের তাঁর উদ্ভাবিত অঙ্কন রীতি চীনের চিত্রকলাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। তার মাস্টারপিস ‘জয়ফুল ফিশ’-বিশাল সমুদ্রে ছোট্ট মাছের অবারিত স্বাধীনতা এর উজ্জ্বল উদাহরণ।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn