চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪২
১. ৩৬তম গোল্ডেন রোস্টার অ্যাওয়ার্ড
৩৬তম গোল্ডেন রোস্টার অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে এ পুরস্কার ঘোষণা করা হয়।
চায়না গোল্ডেন রোস্টার এবং হানড্রেড ফ্লাওয়ার্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে অন্যান্য বিজয়ীদের মধ্যে সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক এবং ফিচার ফিল্মের জন্য ২০টি পুরস্কার ঘোষণা করা হয়। ফ্যান্টাসি মহাকাব্য "ক্রিয়েশন অফ দ্য গডস আই : কিংডম অব স্টর্মস" দুটি ট্রফি জিতে নেয়।
হংকং থেকে টনি লিউং চিউ-ওয়াই "হিডেন ব্লেড"-এ তার অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান, যা জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের সময় অশান্ত সাংহাইতে নির্মিত একটি নাটক।
একজন শাওসিং অপেরা তারকা এবং তার পরিবারের গল্প বলা একটি ফিচার ফিল্ম "অফ দ্য স্টেজ"-এ অভিনয়ের জন্য হ্য সাইফেই সেরা অভিনেত্রীর পুরস্কার পান।