চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৬
এই উদ্বোধনী অনুষ্ঠানে একটি অভূতপূর্ব ডিজিটাল লাইট শো এর আয়োজন করা হয়। লাখ লাখ মশালবাহী ডিজিটাল শিখাকে ছিয়ানথাং নদীর তীরে ডিজিটাল মানবচিত্রে রূপান্তরিত করা হয়।
এদিকে, ১৯ তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচারের ক্ষেত্রে প্রথম ঐতিহাসিক অর্জন করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি।
অনুষ্ঠানের সম্প্রচার ও কভারেজ প্রদানের জন্য প্রায় সাড়ে ৪ হাজার পেশাদার রিপোর্টার এবং অন্যান্য সহায়ক পরিষেবা পাঠায় সিএমজি। এশিয়ান গেমসের প্রধান সম্প্রচার সংস্থা হিসেবে এই প্রথম সিএমজি কাজ করছে।
২৩ সেপ্টেম্বর শুরু হওয়া ১৯তম এশিয়ান গেমসের এই আসর আগামী ৮ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী/সম্পাদনা: মাহমুদ হাশিম।
---------------------------------------------------------------------------
সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দি।
প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ