চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৬
‘আমরা এই ইভেন্টের জন্য মোট ১১ সেট লণ্ঠন তৈরি করেছি। ১০০ জন লণ্ঠন কারিগর জিকংয়ে ৩০ দিন কাজ করে লণ্ঠনগুলো এই লণ্ঠন প্রদর্শনীর মাধ্যমে, আমরা হংকংসহ গোটা চীনের মানুষের জন্য একটি শান্তিপূর্ণ জাতীয় দিবস এবং মধ্য-শরৎ উৎসব কামনা করছি’।
হাজার বছরের প্রাচীন ঐতিহ্যের বাহক জিকং লণ্ঠন চীনের জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত।
লন্ডনে মধ্য-শরৎ উৎসব উদযাপন
চীনের ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উৎসবের আমেজ শুধু চীনের মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রবাসী চীনারাও পালন করেছেন এ উৎসব। যুক্তরাজ্যের প্রবাসী চীনারা রোববার লন্ডনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেন মধ্য-শরৎ উৎসব। লন্ডন চায়না টাউন চায়নিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী চীনারা এ উৎসব পালন করেন। উৎসবে চীনের কুয়াংতোং প্রদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদল অংশ নেন।
ঐতিহ্যবাহী ক্যান্টনিজ অপেরা, অ্যাক্রোবেট, চায়নিজ স্টাইল নাচ, লায়ন ডান্স, রড-পাপেট শো ইত্যাদি পরিবেশনা উপস্থিত চীনা ও ইউরোপীয় দর্শকদের মুগ্ধ করে। উৎসাহী অনেক দর্শকও নাচে অংশ নেন।
মালয়েশিয়ায় মধ্য-শরৎ উৎসব উদযাপন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চীনা সম্প্রদায়ের উদ্যোগে মধ্য-শরৎ উৎসব উপলক্ষ্যে রোববার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুরা চীনের ঐতিহ্যবাহী পোশাক হানফু পরে ফ্যাশন শো করে।