বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৬

CMGPublished: 2023-09-30 19:03:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সংস্কৃতি-সপ্তাহ: চীনের মধ্য-শরৎ উৎসব

হংকংয়ে জমকালো লণ্ঠন শো

২৯ সেপ্টেম্বর চীনে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী মিড-অটাম ফ্যাস্টিভ্যাল বা মধ্য-শরৎ উৎসব।

মধ্য-শরৎ উৎসব ও ১ অক্টোবর চীনের জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে হংকং বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চলে আয়োজন করা হয়েছে জমকালো লণ্ঠন শো’র।

‘সিচুয়ান লণ্ঠন হংকংকে আলোকিত করে’ শিরোনামে অলড্রিচ বে পার্কে চলছে মাসব্যাপী প্রদর্শনীটি। দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের চিকং শহরের কারিগরদের হাতে তৈরি লণ্ঠনগুলোর মনোমুগ্ধকর বৈশিষ্ট্য রয়েছে। এগুলো আনন্দ, মঙ্গল এবং একটি উজ্জ্বল অভিন্ন ভবিষ্যতের প্রতীক বহন করে।

চিকং লণ্ঠন তৈরির কৌশলের উত্তরাধিকারী ওয়ান সংতাও বলছিলেন তাদের ঐতিহ্যবাহী লণ্ঠন সম্পর্কে।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn