বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৬

CMGPublished: 2023-09-30 19:03:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মধ্য-শরতের পূর্ণিমা রাতে চাঁদে খরগোশকেও দেখা যায়।

মধ্য-শরৎ উৎসবের দু’ হাজার বছরের প্রাচীন ইতিহাস রয়েছে। থাং রাজবংশের সময় খুব জাঁকজমকের সঙ্গে এ উৎসব পালন করা হতো।

মধ্য-শরৎ উৎসবে নানা রকম রীতি রেওয়াজ রয়েছে। এই সময় মুনকেক তৈরি হয়। মুনকেকে পদ্মফুলের বীজ পুর হিসেবে ব্যবহার হয় অথবা বিভিন্ন রকম পুর ব্যবহার করে মুনকেক তৈরি হয়। বন্ধুবান্ধবকে মুনকেক উপহার দেয়ার প্রথাও রয়েছে। দূরপ্রবাসীরা ঘরে ফিরে আসেন পরিবারের সঙ্গে উৎসব পালন করেন।

এ উৎসবের আরেকটি অনুষঙ্গ হলো লণ্ঠন বা ল্যানটার্ন উৎসব এবং ফানুস ওড়ানো। এ সময় চীনা লণ্ঠন জ্বালানো হয় এবং ফানুস ওড়ানো হয়। মধ্য শরৎ উৎসবের প্রতীক হলো চাঁদ, খরগোশ, ছ্যাং ই, পদ্মফুল ও লণ্ঠন।

এ সময় নানা রকম সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন থাকে দেশজুড়ে। এ বছরও নানা রকম আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মধ্য-শরৎ উৎসব।

প্রতিবেদন: শান্তা মারিয়া/সম্পাদনা: মাহমুদ হাশিম।

৩. হাংচৌ এশিয়াড: প্রযুক্তি-ঐতিহ্যে মেলবন্ধন

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে চলছে ১৯তম এশিয়ান গেমসের আসর। এর আগে চোখ ধাঁধানো উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই আসর।

এবারের আসরে ৪৫টি দেশ এবং অঞ্চলের প্রায় সাড়ে ১২ হাজার ক্রীড়াবিদ ৪০টি খেলা, ৬১টি ডিসিপ্লিন এবং ৪৮১টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৩ সেপ্টেম্বর রাজধানী হাংচৌর স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ১৯তম এশিয়ান গেমসের আসর।

এতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে সংস্কৃতি এবং ইতিহাসের সম্মিলন ঘটানো হয়।

পদ্ম আকৃতির হাংচৌ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগের প্রাচীন লিয়াংচৌ সংস্কৃতির মোহনীয়তা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশ্রিত সং রাজ বংশের সংস্কৃতি একটি অডিও-ভিজ্যুয়াল ফিস্ট মঞ্চস্থ করে।

ঐতিহ্যবাহী চীনা পোশাকে নৃত্যশিল্পীরা ভার্চুয়াল নদীর ঢেউয়ের উপর নৃত্য পরিবেশন করে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn