চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩১
সুইনিং শহরে রঙিন পোশাকে ঐতিহ্যবাহী "ওয়াটার ড্রাগন" নাচ এবং আতশবাজি প্রদর্শিত হয়।
প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী।
৩. ছিসি ফেস্টিভ্যালে সিএমজির গালা নাইট
ছিসি ফেস্টিভ্যালে সিএমজির গালা নাইট মানেই জমজমাট আয়োজন। আর দর্শকদের প্রত্যাশা পূরণে এই গালা নাইটে ছিল চোখ ধাঁধানো সব আয়োজন। দুর্দান্ত এই গালা নাইট দর্শক মাতায়। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন তরুণ তরুণী।
শুরুটাই হয় থ্রিডি অ্যানিমেশন দিয়ে।
গালায় মঞ্চ আলো করেন বিশিষ্ট চীনা শিল্পীরা। চীনের ঐতিহ্যবাহী লোকজ অপেরা এবং পপ মিউজিকের সমন্বিত পরিবেশনা দারুণ আনন্দ দেয় দর্শকদের। শুধু মঞ্চে নয়, শহরের বড় চত্বরেও অনুষ্ঠানের দৃশ্য ধারণ করা হয়। নাচে গানে মেতে ওঠেন শিল্পী ও দর্শকরা।
গালা অনুষ্ঠানটির বেশিরভাগ অংশের শুটিং হয় পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ঐতিহ্যবাহী সিনইয়ু সিটিতে। এই শহরকে বেছে নেয়ার রয়েছে বিশেষ কারণ। চায়নিজ ফোক লিটারেচার অ্যান্ড আর্ট অ্যাসোসিয়েশনের মতে, এ শহরকে স্বর্গের্ জেড সম্রাটের সপ্তম কন্যার কিংবদন্তির জন্মস্থান’ বলা হয়। এখানে এই দুহাজার বছরের প্রাচীন লোককাহিনীর বেশ কিছু সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষিত আছে।
গালা অনুষ্ঠানের একটা মজার দিক ছিল বিভিন্ন শহরের যুগলরা প্রাচীন সব গাছের নিচে দাঁড়িয়ে জোরে জোরে তাদের ভালোবাসার কথা বলেন। এরমধ্যে সবচেয়ে প্রাচীন গাছটি ছিল সাড়ে তিন হাজার বছরের পুরনো।