বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩১

CMGPublished: 2023-08-26 19:14:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

একাদশ শতাব্দি থেকে তিব্বতের মানুষ উদযাপন করে আসছেন শোটন ফেস্টিভ্যাল বা লিঙ্কা চড়ুইভাতি উৎসব। ধ্যান শেষে বৌদ্ধ ভিক্ষুদের দই খাওয়ানোর রীতি থেকে এ উৎসবের সূচনা। এ জন্য এর আরেক নাম দই দান উৎসব।

প্রতিবেদন: মাহমুদ হাশিম।

২. চীনে ছিসি উৎসব উদযাপন

চীনের অন্যতম প্রধান সামাজিক উৎসব ছিসি ফেস্টিভ্যাল। দেশজুড়ে বর্ণিল আয়োজনে সম্প্রতি উদযাপিত হয়ে গেল চীনা ভালোবাসা দিবস বা ছিসি উৎসব। প্রতি বছর চীনা চান্দ্র ক্যালেন্ডারের সপ্তম চান্দ্র মাসের সপ্তম দিনে এই উৎসব উদযাপন করা হয়।

নেচে গেয়ে চলে উৎসব উদযাপন।

চাইনিজ ভ্যালেন্টাইন্স ডে বা ছিসি উৎসব উপলক্ষে দেশ জুড়ে রঙিন লোকশিল্প পরিবেশনাসহ বর্ণাঢ্য নানা আয়োজনে মেতে ওঠেন চীনারা। ২২ আগস্ট উদযাপিত হওয়া এই উৎসবে বিভিন্ন শহরে ঐতিহ্যগত নানা কার্ক্রমের আয়োজন করা হয়।

চীনা ভালবাসা দিবসকে ঘিরে দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের চিংসি শহরে একটি হস্তশিল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হস্তশিল্প বা সূচিকর্মকে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে প্রেম, সুখ এবং সৌন্দর্যের প্রতীক বলে মনে করা হয়।

পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের ইয়াংচৌতে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারীরা ঐতিহ্যগত কারুশিল্প প্রদর্শন করে পর্যটকদের মুগ্ধ করে। আধুনিক উপাদানের মিশেলে তাদের ঐতিহ্যগত সংস্কৃতিতে বিমহিত হন তারা। আনন্দে উদ্বেলিত হয়ে প্রেমপত্র লিখে নদীতে পদ্ম লণ্ঠন ভাসিয়ে আশীর্বাদ কামনা করেন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও।

এদিকে, দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে নেচে গেয়ে উদযাপন করা হয় ছিসি উৎসব।

একটি ঐতিহ্যবাহী বিয়ের পারফরম্যান্সও অনুষ্ঠিত হয়, যা পর্যটকদের কাছে আকর্ষণীয় এবং বর্ণিল বলে মনে হয়।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn