বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩১

CMGPublished: 2023-08-26 19:14:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সৌন্দর্য প্রতিযোগিতা চলাকালীন, পোশাক উপস্থাপন এবং প্রতিভা প্রদর্শনীতে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি জাতিগোষ্ঠীর ঐতিহ্যগত সংস্কৃতিকে সম্পূর্ণরূপে প্রদর্শন করে।

তিব্বতের ঐতিহ্যবাহী শোটন ফেস্টিভ্যাল

দক্ষিণ পশ্চিম চীনের সিচাং বা তিব্বত শায়ত্তশাসিত অঞ্চলের মানুষ উদযাপন করেছেন ঐতিহত্যবাহী শোটন ফেস্টিভাল। লিঙ্কা চড়ুইভাতি নামেও পরিচিত হাজার বছরের প্রাচীন এ উৎসবটি। পরবিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে কোনো নির্ধারিত স্থানে সমবেত হয়ে একসঙ্গে খাওয়া এবং বিনোদনমূলক কর্মকাণ্ড এ উৎসবের অংশ।

তিব্বতের রাজধানী লাসার নরবুলিংকা গার্ডেন বরাবরের মতো এবারও ছিল শোটন ফেস্টিভ্যালের জনপ্রিয় স্থান। লিঙ্কা চড়ুইভাতিতে সামিল হতে দলে দলে মানুষ জড়ো হন সেখানে। প্রিয়জনদের সঙ্গে খাবার খান এবং আনন্দময় সময় কাটান তারা।

উৎসব চলাকালে তিব্বতের বিভিন্ন অঞ্চল থেকে লাসায় সমবেত তিব্বতি অপেরার শিল্পীরা নিজস্ব ধারার এ পরিবেশনা করেন। রাজাধানী লাসা ছাড়াও বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজন, ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যেম শোটন ফেস্টিভাল উদযাপন করেন তিব্বতের মানুষ।

২২ আগস্ট শেষ হয় সপ্তাহব্যাপী উৎসবটি।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn