বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩০

CMGPublished: 2023-08-19 19:53:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

৫ হাজার বছরের চীনা সভ্যতার সূতিকাগার মধ্য চীনের হ্যনান প্রদেশের প্রাচীন শহর লুইয়াং।

শহরটির প্রাচীন দৃশ্যপটে, হাজার বছরের পুরনো ল্যান্ডমার্ক ওয়েনফেং টাওয়ারের পটভূমিতে চীনের ঐতিহ্যবাহী পোশাক হানফু পরে ঘুরে বেড়ান পর্যটকরা। প্রাচীন শহুরে পরিবেশে প্রাচীন পোশাক যেন দিব্যি খাপ খেয়ে যায়।

হানফু পরেতো বেজায় খুশি ক্ষুদে পর্যটক ইউ ছিয়ানলে। সে জানালো,

‘আমি এর আগে কখনো এমন পোশাক পরিনি। আমার কাছে কেমন যেনো ম্যাজিকের মতো লাগছে’।

হ্যনানের লুয়ি সাংস্কৃতিক ও পর্যটন উন্নয়ন গ্রুপের চেয়ারপারসন লি ওয়েই বললেন কীভাবে হানফুর প্রতি আগ্রহী হলেন পর্যটকরা।

‘আমরা প্রথমে ইন্টারনেট ব্যবহারকারীদের নজর কাড়তে সক্ষম হই। এ থেকে উৎসাহিত হয়ে বেশি বেশি মানুষ হানফু পরতে আগ্রহী হচ্ছেন’।

মধ্য চীনের হুনান প্রদেশের একটি প্রচীন শহর ফেংহুয়াং। শহরটির রয়েছে ২ হাজার ২০০ বছরের প্রাচীন ঐতিহ্য।

চলতি গ্রীষ্মে তারা নানা ইনডোর ঐতিহ্যিক পরিবেশনা এবং আউটডোরে লাইট শো ও জাতিগত সংস্কৃতিকে তুলে ধরে নানা পরিবেশনার আয়োজন করে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn