বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩০

CMGPublished: 2023-08-19 19:53:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সংস্কৃতি-সপ্তাহ

ছিসি উৎসব উদযাপনে বিশেষ কর্মসূচি সিএমজির

আসন্ন চাইনিজ ভ্যালেন্টাইনস ডে বা ছিসি উৎসব উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। চীনা চান্দ্র ক্যালেন্ডারের সপ্তম চান্দ্র মাসের সপ্তম দিনে এই উৎসব উদযাপন করা হয়। এ বছর ২২ আগস্ট উৎসবের দিন হওয়ায় সেদিনই এই বিশেষ অনুষ্ঠান প্রচার করার ঘোষণা দেয় সিএমজি। তবে অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে আগেই।

সংশ্লিষ্টরা জানান, সৃজনশীল স্টেজ ডিজাইন, তারকা-খচিত পারফর্মিং গ্রুপ এবং উদ্ভাবনী প্রোগ্রামগুলোর মাধ্যমে দর্শকদের কাছে প্রেম এবং রোমান্স উদযাপনের জন্য একটি রিফ্রেশিং অডিও-ভিজ্যুয়াল পৌঁছে দেয়া এই প্রোগ্রামটির লক্ষ্য।

ছিসি উৎসবের সাংস্কৃতিক পরিবর্তন এবং পুনর্গঠনকে কেন্দ্র করে চীনা-শৈলীর রোম্যান্স উপস্থাপনের সৃজনশীল ধারণার উপর ভিত্তি করে এই বছরের বিশেষ অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।

মূল মঞ্চের চারপাশে, চীনা বৈশিষ্ট্য সম্পন্ন ২০টিরও বেশি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে বিশেষ খাবার, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের ইন্টারেক্টিভ ইনস্টলেশন এবং চীনের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn