চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩০
প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী।
নাইরোবিতে চীন-কেনিয়া চলচ্চিত্র উৎসব
কেনিয়ার রাজধানী নাইরোবিতে হয়েছে চীন-কেনিয়া চলচ্চিত্র উৎসব।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকীর প্রাক্কালে শুরু হওয়া চীন-আফ্রিকা চলচ্চিত্র উৎসবে কুংফু, ড্রাগননৃত্য এবং কেনিয়ার ঐতিহ্যবাহী সংগীতসহ পারফর্মিং আর্টসের মনোমুগ্ধকর পরিবেশনা ছিল।
উদ্বোধনী সন্ধ্যায় চীনা ব্লকবাস্টার "ওয়ান অ্যান্ড অনলি" প্রদর্শিত হয়। নাইরোবির টু রিভারস মলের প্রেক্ষাগৃহে উৎসবের দিনগুলোতে প্রদর্শন করা হয় বেশ ক’টি চীনা চলচ্চিত্র।
অনুষ্ঠানে চীন এবং কেনিয়া চলচ্চিত্র শিল্পের বিকাশের জন্য একটি সমঝোতাস্মারক স্বাক্ষর করে, যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক কূটনীতিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী হু হ্যপিং এবং কেনিয়ার যুব, ক্রীড়া ও শিল্প বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব আবাবু নামবাম্বা।
কেনিয়া ফিল্ম কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা টিমোথি ওয়াসে বলেছেন, কেনিয়া তার সৃজনশীল শিল্পের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করার জন্য চীনের সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে চায়। চীনের প্রযুক্তি এবং দক্ষতা ব্যবহার করে, কেনিয়ার চলচ্চিত্র নির্মাতারা বিশ্বমানের চলচ্চিত্র এবং বাজার তৈরিতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ওয়াসে।
প্রতিবেদন: মাহমুদ হাশিম।
২. চীনে বাড়ছে সাংস্কৃতিক পর্যটন
গ্রীষ্মের ছুটিতে পর্যটন ব্যুমে চীন। চীনের পর্যটন একাডেমির জানাচ্ছে জুন-আগস্ট প্রান্তিকে দেশে পর্যটকের সংখ্যা ১৮৫ কোটি ছাড়িয়ে যাবে। আর পর্যটনে ভোগব্যয় ছাড়িয়ে যাবে ১.২ ট্রিলিয়ন ইউয়ান বা ১৬ হাজার ৬০০ কোটি ডলার।
চীনের পর্যটন শহরগুলো নানা আয়োজনে আকর্ষণ করছে বিপুল সংখ্যক দেশ-বিদেশের পর্যটক।