বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৮

CMGPublished: 2023-08-05 16:38:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চমৎকারভাবে সাইপ্রেস বন সংরক্ষণ করায় সন্তোষ প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট।

২৬ জুলাই প্রেসিডেন্ট সি তেইয়াং সিটিতে সানসিংতুই জাদুঘরের নতুন ভবন পরিদর্শন করেন।

৪ হাজার বছরের প্রাচীন সু সভ্যতার ধ্বংসাবশেষে প্রাপ্ত নির্দশনের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট সি বলেন, সানসিংতুই ধ্বংসাবশেষ আবিষ্কার আন্তর্জাতিক মহলেও প্রশংসা পেয়েছে।

এখানে প্রাপ্ত সাংস্কৃতি নিদর্শন সংরক্ষণে আরও রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন চীনের প্রেসিডেন্ট।

২৮ জুলাই ছেংতু ইউনিভার্সিয়াড উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সম্মানে আয়োজতি ভোজসভায় প্রেসিডেন্ট সি শহরটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন।

সট: সি চিনপিং, চীনের প্রেসিডেন্ট

ছেংতু একটি বিখ্যাত ঐতিহাসিক এবং সাংস্কৃতিক শহর। আজ চীনের একটি অগ্রসর ও সুখী শহর ছেংতু। আমি আপনাদের শহরটি পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি। এতে আপনারা চীনের বহুমাত্রিক আধুনিকায়ন উদ্যোগ সরাসরি দেখতে পাবেন।

২৯ জুলাই বেইজিং ফেরার পথে প্রেসিডেন্ট সি উ্ত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের হানছোং মিউনিসিপাল জাদুঘর পরিদর্শন করেন।

চীনা সংস্কৃতির প্রভাববলয় বাড়াতে এ সময় সংশ্লিষ্ট কর্মীদের আরও উদ্যোগী হতে বলেন তিনি।

আপস…

বস্তুত, ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির ওপর ভিত্তি করে আধুনিক চীনা সভ্যতা গড়তে জাতির আকাঙ্খার প্রতিফলন ঘটে প্রেসিডেন্ট সি’র তাৎপর্যপূর্ণ এ সফর ও নির্দেশনায়।

---------------------------------------------------------------------------

প্রতিবেদন ও কণ্ঠ: রওজায়ে জাবিদা ঐশী, মাহমুদ হাশিম, শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ

প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম

সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn