চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৮
চীনের সংস্কৃতি-সপ্তাহ
ছেংতুতে জমকালো অ্যাথলিট-গালা
'ইয়ুথ ইন টাইম' বা সময়ের তারুণ্য শিরোনামে ৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন গেমস অ্যাথলিট-গালা বিভিন্ন সংস্কৃতির সম্মিলন ঘটিয়েছে।
সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতুতে ফিসু গেমস ভিলেজে অবস্থিত আসিয়ান আর্ট সেন্টার থিয়েটারে সম্প্রতি অনুষ্ঠিত হয় আকর্ষণীয় এ গালা।
যুক্তরাষ্ট্রের অ্যাথলিট ডান জ্যাক ম্যাথিউকে গালা শো চলাকালীন সিচুয়ান অপেরার মুখ পরিবর্তনকারী অভিনয়শিল্পীর সাথে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানানো হয়।
ইভেন্টটি ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক উপাদানের একটি দুর্দান্ত সংমিশ্রণ, যেখানে ছিল ঐতিহ্যবাহী চীনা নান্দনিকতার সারাৎসার, মন্ত্রমুগ্ধকর লোকসংগীত, বিস্ময়কর মার্শাল আর্ট, চিত্তাকর্ষক রাস্তার নৃত্য, চমকপ্রদ জাদু প্রদর্শনী এবং দুর্দান্ত ইলেকট্রনিক সংগীতায়োজন।