চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৮
মাসকট রোংপাওকে নিয়ে তৈরি স্যুভেনির জনপ্রিয়তায় শীর্ষে
ছেংতু ইউনিভার্সিয়াডের মাসকট রোংপাওকে নিয়ে তৈরি স্যুভেনির ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আকর্ষণীয় এ সব স্যুভেনির সংগ্রহ করতে ছ্যংতুর ৪০০ লাইসেন্সধারী স্যুভেনির-শপে ক্রেতাদের লম্বা লাইন পড়ে।
পাণ্ডা মাসকট রোংপাওয়ের মুখের আকৃতি সিচুয়ানের ঐতিহ্যবাহী অপেরায় ব্যবহৃত মেক-আপ শৈলীর সাথে সাদৃশ্যপূর্ণ। মাসকটের হাতে একটি টর্চ রয়েছে যার শিখাটি ৩১ সংখ্যার আকারের যা ইউনিভার্সিয়াডের ৩১তম আসরের স্মারক। রোংপাওয়ের কান, চোখ এবং লেজ সব কিছুতেই শিখার আদল রয়েছে।
অপেরা অভিনেতা, মহাকাশচারী, গাঢ় লাল জামা পরা পুতুল, ব্যাজ, খেলনা ফিগার, পিন এবং এমনকি রোংপাও-আকৃতির আইসক্রিমসহ হাজারের বেশি রোংপাও পণ্য পাওয়া যায় স্যুভেনির শপগুলোতে।
দক্ষিণ-পশ্চিম চীনের ছ্যংতু শহরে ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত, দ্বিবার্ষিক ইউনিভার্সিয়েডে ১১৩টি দেশ ও অঞ্চলের মোট সাড়ে ৬ হাজার তরুণ-ক্রীড়াবিদ ১৮টি খেলায় ২৬৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২. চীনের সাংস্কৃতিতে মুগ্ধ ছেংতু ইউনিভার্সিয়াডের অতিথিরা
বিদেশি তরুণ তরুণীরা দেখছেন চীনের বিভিন্ন ঐতিহ্যবাহী কারুশিল্প। চীনের পাখা ও অন্যান্য অবৈষয়িক সংস্কৃতির পরিবেশনা মুগ্ধ করছে বিদেশিদের। তারা খেলছেন চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা। তীর ছোঁড়া কিংবা কাগজ কাটার মতো শিল্পে অংশ নিচ্ছেন বিদেশিরা। এমন দৃশ্যের দেখা মিলছে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে ছেংতু সিটিতে। এখানে আন্তর্জাতিক ইউনিভার্সিয়েড গেমস উপলক্ষ্যে দেশ বিদেশ থেকে এসেছেন তরুণ ক্রীড়াবিদরা।