চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৯: সাংহাই কফি কালচার উইকে কফি-প্রেমিদের দারূণ সাড়া
লেখক সমিতির সচিব হু বাংসেং জানান, ‘আমরা সার্বিক একটা পরিকল্পনা করবো এবং অনলাইন সক্ষমতা বাড়াবো। চীনা সভ্যতার প্রসারে চীনা মূল্যবোধ ধারণ করে এমন পরিশীলিত সাহিত্যকে আমরা আরও বেশি করে অনলাইনে নিয়ে যাবো’।
৩. অনেক সীমাবদ্ধতার মধ্যে আমরা চীনা বই প্রকাশ করছি: সৈয়দ জাকির হোসাইন
সৈয়দ জাকির হোসাইন
গত ৪ মে রাজধানী ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘সিএমজির নতুন অগ্রযাত্রা: চীনা বই প্রকাশ’ শীর্ষক এক ব্যতিক্রমী গোলটেবিল বৈঠক। চীন বিষয়ক বইয়ের লেখক ও প্রকাশকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের সাংস্কৃতি কাউন্সিলর ইউয়ে লি ওয়েন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। বেইজিং থেকে অনলাইনে যুক্ত হন সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দি।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সিএমজির অগ্রযাত্রা: চীনা বই প্রকাশ শীর্ষক গোলটেবিল বৈঠক।