চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৯: সাংহাই কফি কালচার উইকে কফি-প্রেমিদের দারূণ সাড়া
চীনের মেগাসিটি সাংহাইয়ে কফি শপ রয়েছে ৮ হাজারের বেশি! অবিশ্বাস্য এ সংখ্যা বলে দেয় সেখানে কতটা প্রসার ঘটেছে কফি কালচারের।
কফি প্রেমিদের শহর সাংহাইয়ে সদ্য শেষ হয়েছে সাংহাই কফি কালচার উইক-২০২৩। প্রথমবারের মতো আয়োজিত এ কফি-মেলা দারূণ সাড়া ফেলে চীনা নাগরিক এবং বিদেশি পর্যটকদের মাঝে।
হুয়াংপু নদীর পশ্চিম তীরে নগরীর ল্যান্ডমার্ক এলাকা সাংহাই বান্ড বা ওয়েইতানে প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে হলো এমন আয়োজন।
চীনের নিজস্ব এবং আন্তর্জাতিক মিলিয়ে ১০০টি’র বেশি কফিব্র্যান্ড এ মেলায় সামিল হয়। সঙ্গতকারণেই কফি-মেলা দারূণ সাড়া ফেলে সাংহাইয়ের বাসিন্দা, চীনের অন্যান্য স্থান এবং বিদেশ থেকে আসা পর্যটকদের মাঝে।