চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৯: সাংহাই কফি কালচার উইকে কফি-প্রেমিদের দারূণ সাড়া
অনুষ্ঠানে অন্য অতিথি ও আলোচকদের পাশাপাশি চীন বিষয়ক বই প্রকাশের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বাংলাদেশের নামী প্রকাশনা প্রতিষ্ঠান এডর্ন পাবলিকেশনের প্রকাশক, প্রধান সম্পাদক ও সিইও সৈয়দ জাকির হোসাইন। বললেন, প্রকাশক হতে গিয়েই চীন সম্পর্কে তার আগ্রহ তৈরি হয়।
বাংলাদেশে চীন বিষয়ক বই প্রকাশ স্থানীয় উৎসাহ আর উদ্যোগে হয়েছে বলে মনে করেন তিনি। অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে বাংলাদেশে চীন বিষয়ক বই প্রকাশ করতে হয় বলে জানালেন এই প্রকাশক।
এডর্ন থেকে কনফুসিয়াসের শিক্ষা দর্শন নিয়ে শিগগির একটি বই প্রকাশের সুখবর দিলেন সৈয়দ জাকির হোসাইন।
------------------------------------------------------------------------------
প্রতিবেদন ও কণ্ঠ: রওজায়ে জাবিদা ঐশী, মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ, রফিক বিপুল
প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম
সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।