চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৯: সাংহাই কফি কালচার উইকে কফি-প্রেমিদের দারূণ সাড়া
চীনাসহ বিভিন্ন দেশের খাবারের সমারোহ, খেলাধুলা আর পোষাপ্রাণীর উপস্থিতি কফি-মেলায় বৈচিত্র এনেছে। ২ জুন শেষ হয় এ মেলা।
২. চীনা অনলাইন সাহিত্যের এশীয় পাঠক ১০০ মিলিয়ন ছাড়িয়েছে
এশিয়ায় চীনা অনলাইন সাহিত্যের পাঠক সংখ্যা ১০০ মিলিয়নের ল্যান্ডমার্ক অতিক্রম করেছে। একই সঙ্গে বড় হচ্ছে চীনা অনলাইন সাহিত্যের বাজার।
পূর্ব চীনের চ্যচিয়াং প্রদেশের হাংচৌতে সম্প্রতি অনুষ্ঠিত ২০২৩ চায়না ইন্টারন্যাশনাল অনলাইন লিটারেচার উইকে এ তথ্য জানায় চায়না রাইটার্স এসোসিয়েশন।
লেখক সমিতির প্রতিবেদন বলছে, পাঠকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বড় হচ্ছে এর বাজারও। ২০২২ সালে চীনের অনলাইন সাহিত্যের বিদেশি বাজার ৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এর মধ্যে এশিয়ার হিস্যা ১.৬ বিলিয়ন ইউয়ান বা ৫৫ শতাংশ। আর বিশ্ববাজারে দক্ষিণ-পূর্ব এশিয়ার অংশ ৩৮ শতাংশ এবং এশিয়ার অন্যান্য অঞ্চলের হিস্যা ১৭ শতাংশ।